মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার *** ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নেবেন শিক্ষকরা *** আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, আশা প্রধান উপদেষ্টার *** ২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের *** সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি *** তরুণ-তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার *** শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ফিরছেন ক্লাসে

মেসির পর নেইমারও ছাড়বেন পিএসজি!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১০ পূর্বাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

লিওনেল মেসি চলে যাওয়ার পর এবার নেইমারও পিএসজি ছেড়ে যাওয়ার বার্তা দিলেন। এব্যাপারে নেইমার তাঁর ইচ্ছার কথাও জানিয়েছেন ক্লাবকে। ফরাসি সংবাদ মাধ্যম 'লেকিপ' সম্প্রতি এমন খবরই জানিয়েছে।

গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় জিয়নবুক হুন্দাই মোটরসের সঙ্গে প্রাক্‌-মৌসুম প্রীতি ম্যাচে পিএসজির হয়ে মাঠে ফিরেই জোড়া গোল করেছিলেন নেইমার। পিএসজির সমর্থকদের অনেকেই হয়তো তখন মনে করেছিলেন যে, আগামী মৌসুমে এমন ছন্দেই দেখা যাবে ব্রাজিলিয়ান তারকাকে। তবে লেকিপের এ খবর তাঁদের মন ভেঙে দিতে পারে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত রবিবার নেইমার পিএসজি বোর্ডের সঙ্গে দেখা করে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে ২০২৭ সালে।

পিএসজি কোচ লুইস এনরিকের জন্য নেইমারের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানানোর ব্যাপারটা নতুন সমস্যা। মৌসুম শুরুর আগেই হয়তো নেইমার ও এমবাপ্পেকে হারাতে পারেন এনরিকে। অবশ্য কয়েক দিন ধরে স্পেনের সংবাদমাধ্যমগুলো অন্য আভাস দিচ্ছে। পিএসজিতে অস্থিরতার কারণে ক্লাবটির দায়িত্ব ছাড়ার কথা ভাবছেন এনরিকে। সে যা হোক, লেকিপ জানিয়েছে, পিএসজির উগ্র সমর্থক গোষ্ঠী গত মে মাসে প্যারিসে নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ করায় ক্লাবটির ওপর থেকে মনে উঠে গেছে নেইমারের। এ জন্যই নাকি তিনি পিএসজি ছাড়তে চান।

পিএসজির উগ্র সমর্থক গোষ্ঠী নেইমারকে ক্লাব ছাড়তে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ করেছিল। নেইমারের যুক্তি, ছয় মৌসুম ধরে পিএসজির হয়ে লড়াইয়ের পরও ভক্তদের এই সমালোচনার কারণ তাঁর বোধগম্য নয়।

নেইমারের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা দেখেন অনেকে। বার্সার কোচ জাভি হার্নান্দেজ তাঁকে দলে চান। কিন্তু নেইমারকে নিয়ে আসার মতো আর্থিক অবস্থা বার্সার নেই। তাই নেইমারের বার্সায় ফেরার সম্ভাবনার পক্ষে জোর দিয়ে কিছুই বলা যায় না। পিএসজিতে বছরে আড়াই কোটি পাউন্ড বেতন পান নেইমার। বার্সার তাঁকে এই বেতন দেওয়ার সামর্থ্য আছে কি না, সে প্রশ্নও উঠবে। গত জানুয়ারিতে নেইমার ও চেলসিকে জড়িয়েও গুঞ্জন শোনা গেছে।

তবে নেইমারের পিএসজি ছাড়তে চাওয়ার অন্য কারণও আছে। সম্প্রতি স্কাই স্পোর্টস জানিয়েছে, ৩১ বছর বয়সী নেইমার কোচ লুইস এনরিকের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকবেন বলে মনে হচ্ছে না। আর পিএসজিও নতুন পরিকল্পনা করে এগোতে চায়। তারা এখন স্কোয়াডকে তারকার হাট না বানিয়ে তারুণ্যে আস্থা রাখতে চায়।

এম.এস.এইচ/

লিওনেল মেসি নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250