সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ

মাথায় অকালপক্ব চুলের সমাধান মিলবে মেহেদি তেলে

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

প্রকৃতির নিয়মে সময়ের সঙ্গে সঙ্গে চুলে পাক ধরতে শুরু করে। শরীরের অন্যান্য অংশেও বার্ধক্যের ছাপ প্রকট হয়। এই নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। কিন্তু সময়ের আগেই যদি অকালপক্বতা হানা দেয়, তখন তা নিয়ে চিন্তা তো হবেই। কেউ কেউ এই পরিবর্তন মেনে নিলেও, অধিকাংশই তা মানতে পারেন না। তখন বারবার রং করে পাকা চুল ঢেকে রাখেন।  

তবে কিছু প্রাকৃতিক উপায়ের সাহায্যেও সাদা চুল কালো করা যায়। তার মধ্যে অন্যতম উপাদানটি হল মেহেদি। পাকা চুলের সমস্যা মেটাতে মেহেদির তেল কীভাবে ব্যবহার করবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল এই প্রতিবেদনে। 

অকালপক্কতার কারণ 

অকালপক্কতার সমস্যা নিয়ন্ত্রণে রাখতে মেহেদির তেল কীভাবে ব্যবহার করবেন এবং বাড়িতেই কীভাবে বানাবেন এই তেল, তা নিয়ে আলোচনা করা হবে। কিন্তু তার আগেও অসময়ে চুলে পাক ধরার কারণ জেনে নিন -

জিনগত কারণে চুলে অসময়ে পাক ধরে। অর্থাৎ আপনার পরিবারের অন্যান্য সদস্যের যদি এই সমস্যা থাকে, তবে আপনার মধ্য়েও তা প্রকট হতে পারে।

একাধিক গবেষণায় উঠে আসা তথ্য অনুযায়ী, ভিটামিন বি-১২-এর অভাবে চুলে অসময়ে পাক ধরে।

গুরুত্বপূর্ণ মিনারেলের অভাবেও বাড়তে পারে চুলের অকালপক্কতা।আপনারও অসময়ে চুলে পাক ধরলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।

সাদা চুল কালো করতে মেহেদির ভূমিকা

পাকা চুল কালো করতে মেহেদির ব্যবহার গুরুত্বপূর্ণ। মেহেদির উপস্থিত ট্যানিন চুল নরম রাখতে সাহায্য করে। একইসঙ্গে পাকা চুল কালো করতেও বিশেষ ভূমিকা পালন করে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণা পত্রে উল্লেখ করা হয়েছে, চুলের প্রাকৃতিক রং হিসেবে মেহেদির কার্যকরী ভূমিকা রয়েছে। এমনকী খুশকির সমস্যা কমাতেও সাহায্য করে।

মেহেদির তেল বাড়িতে বানানোর নিয়ম

হেনার তেল বানানোর জন্যে আপনার প্রয়োজন মেহেদি পাতা এবং আমন্ড অয়েল। একটি পাত্রে পরিমাণ মতো আমন্ড অয়েল নিন। সসপ্যানে ঢেলে হালকা আঁচে গরম করতে শুরু করুন। 

তেল হালকা গরম হওয়ার পরে এর মধ্য়ে এক মুঠো মেহেদি পাতা মিশিয়ে দিন। মাঝারি আঁচে তেল গরম করে ফুটিয়ে নিন। তেলের রং বদলাতে শুরু করবে। তখন আঁচ বন্ধ করে সসপ্যান নামিয়ে নিন। ঠান্ডা হওয়ার পরে ছেঁকে নিয়ে কাচের শিশিতে ঢেলে রাখুন।

ব্যবহার করবেন কী ভাবে?

একটি পাত্রে পরিমাণ মতো তেল নিন। তুলোর বল তেলে ভিজিয়ে চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। হাতের আঙুল দিয়ে ধীরে ধীরে মালিশ করতে শুরু করুন। অন্তত ১০ মিনিট স্ক্যাল্প মাসাজ করুন। ১ ঘণ্টা পরে মাইল্ড ক্লিনজার দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুলের গোড়া থেকে তেল তুলে ফেলুন। পাকা চুল কালো হবেই!

এই সম্বন্ধিত কয়েকটি প্রশ্নের উত্তর-

হেনার তেল সপ্তাহে কতদিন ব্যবহার করতে হবে?

সপ্তাহে ২-৩ দিন এই তেল ব্যবহার করুন। উপকার পাবেন।

এই তেল কি সবাই লাগাতে পারেন?

সবাই ব্যবহার করতে পারেন। তবে স্ক্যাল্পে কোনও সমস্যা থাকলে বা চিকিৎসা চললে চিকিৎসকের পরামর্শ ছাড়া না লাগানোই উচিত এই তেল।

হেনার তেল ব্যবহারে আর কী উপকার পাওয়া যায়?

চুল নরম থাকে। চুল পড়ার সমস্যাও কমে। চুলের বৃদ্ধি হয় দেখার মতো।

সূত্রঃ এইসময় 

এসকে/ 

পাকা চুল মেহেদির তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন