বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার *** ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নেবেন শিক্ষকরা

মতিচূর লাড্ডু বানানোর সহজ পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

মতিচূর লাড্ডু বেশ জনপ্রিয় একটি মিষ্টি। বিয়ে, ঈদ, পুজা, জন্মদিনসহ বিভিন্ন উৎসবে মতিচূরের উপস্থিতি থাকে। বেসন ও চিনির সিরা এই লাড্ডুর প্রধান উপকরণ। বাদাম, কিসমিস ইত্যাদি উপকরণও দেওয়া হয়। তবে আসল স্বাদ পেতে ভাজার জন্য ব্যবহার করা হয় খাঁটি ঘি। চলুন তাহলে জেনে নেওয়া যাক রেসিপি-

যা যা লাগবে

ছোলার ডাল ১ কাপ 

মটর ডাল আধা কাপ 

দেড় কাপ চিনি

ঘি ২ কাপ 

পানি আধা কাপ 

এলাচের গুঁড়া আধা চা চামচ 

পছন্দ মত ড্রাই ফ্রুটস আধা কাপ 

চারমগজ ১ টেবিল চামচ 

গোলাপ জল ১ চা চামচ 

তেল প্রয়োজন মতো

ফুড কালার (কমলা) সামান্য পরিমাণ

আরো পড়ুনআম দই তৈরি করুন সহজ উপায়ে

যেভাবে রাঁধবেন

প্রথমে ভালো করে ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে নিতে হবে ২ ঘন্টার মতো। এরপর ডালগুলো বেটে নিন। এবার কড়াইতে গরম তেলে বাটা ডাল ছেড়ে ছোট ছোটো বড়া আকারে ভেজে তুলে নিতে হবে। এইবার বড়াগুলো মিক্সিতে দিয়ে গুঁড়া করে নিন।

খেয়াল রাখবেন গুঁড়া যেন একদম পেস্ট হয়ে না যায়। কিছুটা দানাদার আকারে থাকবে। তারপর চার মগজ ও ড্রাই ফ্রুটস হালকা ভেজে বড়ার গুঁড়াগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে চিনি ও পানি হালকা আঁচে বসিয়ে আঁঠালো একটি সিরা তৈরী করে নিন। এবার এতে ফুড কালার দিয়ে দিন।

তারপর তাতে ডালের বড়ার গুঁড়ার মিশ্রণ দিয়ে পুরোটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে ঘি ও এলাচের গুঁড়া এবং গোলাপ জল দিয়ে মিশিয়ে নিয়ে আঁচ থেকে নামিয়ে নিতে হবে। এবার চুলা থেকে নামিয়ে জিনিসগুলো লাড্ডু আকারে পাকিয়ে নিতে হবে। সবশেষে পরিবেশনের জন্যে তৈরী হয়ে গেল লাড্ডু ।

এসি/ আই.কে.জে/


মতিচূর লাড্ডু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250