প্রতীকী ছবি
মৃত্যু এক চরম সত্য। জন্মালে মৃত্যু অবশ্যম্ভাবী। কোনও কিছুই যে চিরস্থায়ী নয়, সে কথা মৃত্যুই বুঝিয়ে দেয়। তবে মন মানতে চায় না সে কথা। তাই তো নানারকম পরীক্ষানিরীক্ষার মাধ্যমে যুগ যুগ ধরে আয়ু বাড়ানোর প্রচেষ্টা চলে আসছে।
আর মানুষের সেই দীর্ঘদিনের সাধ পূরণ হলো বলে! আগামী দিনে ২৫০ বছর বাঁচবে মানুষ! সম্প্রতি গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। খবর আজকালের।
জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আইইউওয়ান নামক একটি ওষুধ চিহ্নিত করেছে, যা কোষে প্রোটিনের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করে। ফলে বার্ধক্যের গতি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এমনকী মানুষের আয়ু ২৫০ বছর পর্যন্ত বাড়ানোর দরজাও খুলে দিতে পারে ওই ওষুধ।
বার্ধক্য একটি অনিবার্য প্রক্রিয়া। বেশিরভাগ সময়ে বার্ধক্যের সঙ্গে বিভিন্ন রোগ জড়িত থাকে। বার্ধক্যের অন্যতম প্রধান কারণ হলো শরীরের কোষের মধ্যে প্রোটিনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া, যা প্রোটিওস্ট্যাসিস নামে পরিচিত।
আসলে কোষগুলোতে এমন প্রক্রিয়া রয়েছে যা ক্ষতিগ্রস্ত প্রোটিন শনাক্ত করে এবং ভেঙে দেয়। তবে বার্ধক্যে এই প্রক্রিয়া কম কার্যকর হয়ে পড়ে, যা অনেক বয়স-সম্পর্কিত রোগের পথ প্রশস্ত করে।
গবেষণা দল দুটি গুরুত্বপূর্ণ প্রোটিন মান নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে সম্পর্ক অনুসন্ধান করেছে। যা হলো প্রোটিজোম এবং অটোফ্যাজি। তারা আবিষ্কার করেছেন যে, আইইউওয়ান ওষুধটি প্রোটিজোমের কার্যকারিতা বাড়ায় এবং একইসঙ্গে অটোফ্যাজি বৃদ্ধি করতে পারে।
এই সমন্বয়মূলক প্রক্রিয়াটি বার্ধক্যজনিত পেশি দুর্বলতা কমাতে এবং আয়ু বৃদ্ধি করতে সাহায্য করে। তাই সামগ্রিকভাবে বিজ্ঞানীদের দাবি, আগামী দিনে মানুষের ২৫০ বছর পর্যন্ত আয়ু হতে পারে।
জে.এস/
খবরটি শেয়ার করুন