বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’

ওষুধে ২৫০ বছর বাঁচবে মানুষ, বিস্ময়কর দাবি গবেষকদের

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৯ পূর্বাহ্ন, ২২শে অক্টোবর ২০২৫

#

প্রতীকী ছবি

মৃত্যু এক চরম সত্য। জন্মালে মৃত্যু অবশ্যম্ভাবী। কোনও কিছুই যে চিরস্থায়ী নয়, সে কথা মৃত্যুই বুঝিয়ে দেয়। তবে মন মানতে চায় না সে কথা। তাই তো নানারকম পরীক্ষানিরীক্ষার মাধ্যমে যুগ যুগ ধরে আয়ু বাড়ানোর প্রচেষ্টা চলে আসছে।

আর মানুষের সেই দীর্ঘদিনের সাধ পূরণ হলো বলে! আগামী দিনে ২৫০ বছর বাঁচবে মানুষ! সম্প্রতি গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। খবর আজকালের।

জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আইইউওয়ান নামক একটি ওষুধ চিহ্নিত করেছে, যা কোষে প্রোটিনের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করে। ফলে বার্ধক্যের গতি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এমনকী মানুষের আয়ু ২৫০ বছর পর্যন্ত বাড়ানোর দরজাও খুলে দিতে পারে ওই ওষুধ। 

বার্ধক্য একটি অনিবার্য প্রক্রিয়া। বেশিরভাগ সময়ে বার্ধক্যের সঙ্গে বিভিন্ন রোগ জড়িত থাকে। বার্ধক্যের অন্যতম প্রধান কারণ হলো শরীরের কোষের মধ্যে প্রোটিনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া, যা প্রোটিওস্ট্যাসিস নামে পরিচিত।

আসলে কোষগুলোতে এমন প্রক্রিয়া রয়েছে যা ক্ষতিগ্রস্ত প্রোটিন শনাক্ত করে এবং ভেঙে দেয়। তবে বার্ধক্যে এই প্রক্রিয়া কম কার্যকর হয়ে পড়ে, যা অনেক বয়স-সম্পর্কিত রোগের পথ প্রশস্ত করে।

গবেষণা দল দুটি গুরুত্বপূর্ণ প্রোটিন মান নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে সম্পর্ক অনুসন্ধান করেছে। যা হলো প্রোটিজোম এবং অটোফ্যাজি। তারা আবিষ্কার করেছেন যে, আইইউওয়ান ওষুধটি প্রোটিজোমের কার্যকারিতা বাড়ায় এবং একইসঙ্গে অটোফ্যাজি বৃদ্ধি করতে পারে।

এই সমন্বয়মূলক প্রক্রিয়াটি বার্ধক্যজনিত পেশি দুর্বলতা কমাতে এবং আয়ু বৃদ্ধি করতে সাহায্য করে। তাই সামগ্রিকভাবে বিজ্ঞানীদের দাবি, আগামী দিনে মানুষের ২৫০ বছর পর্যন্ত আয়ু হতে পারে।

জে.এস/

গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250