বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ *** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

ভালোবাসার মানুষকে বিয়ে করুন : পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার মনে করেন,পরিবার ও সামাজিক জীবনে শান্তি বজায় রাখতে প্রত্যেকের উচিত নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করা। তিনি আরো মনে করেন, এক্ষেত্রে লোকলজ্জার ভয় করার কোনো কারণই নেই।

২০২৪ সালের প্রথম দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে পহেলা জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে ছিলেন আনোয়ার-উল-হক কাকার। সে সময় প্রেম-ভালোবাসা-সম্পর্ক প্রভৃতি ইস্যুতে তাকে বিভিন্ন মজার প্রশ্ন করেছেন নেটিজেনরা। বেশ চমৎকার ও সপ্রতিভভাবে সেসব প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি।

আরো পড়ুন: যে দেশের নির্বাচনে প্রার্থী একজন, ভোট না দিলে জেল!

এক ব্যক্তি তাকে জানান, বর্তমানে তার বয়স ৫২ বছর এখনও তিনি বিয়ে করেননি, কারণ এক নারীকে তিনি ভালোবাসেন। তারপর সেই ব্যক্তি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর কাছে জানতে চান এই বয়সে নিজের পছন্দের নারীকে বিয়ে করা উচিত হবে কি না।

জবাবে আনোয়ার-উল-হক কাকার বলেন, ‘অবশ্যই উচিত হবে। এখানে কোনো বাধা নেই; এমনকি আপনার বয়স যদি ৮২ বছর হয়, তবুও নেই। আপনি বিয়ে করুন।’

দ্বিতীয় নেটিজেন তাকে প্রশ্ন করেন, ‘আমার শাশুড়ি পাগল। এখন আমার কী করা উচিত?’ জবাবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার উচিত জরুরিভিত্তিতে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হওয়া।’

পকেটে অর্থ নেই, কিন্তু ভালবাসার মানুষকে মুগ্ধ করতে চান, এক্ষেত্রে কী করণীয়,এমন এক প্রশ্নের জবাবে কাকার বলেন, ‘আমি আমার জীবনে কখনও কাউকে মুগ্ধ করার চেষ্টা করিনি। তবে হ্যাঁ, জীবনে বহুবার অনেককে দেখে মুগ্ধ হয়েছি।’

সূত্র: জিও টিভি

এইচআ/ আই. কে. জে/ 








পাকিস্তান বিয়ে আনোয়ার-উল-হক কাকার ভালোবাসার মানুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন