বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

বেকারত্বের সত্যতা তুলে ধরায় লেখকের কার্যক্রম স্থগিত করেছে চীন সরকার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩

#

করোনাভাইরাস পরবর্তী সময়ে অনলাইন কার্যক্রমে বেশকিছু নিষেধাজ্ঞা জারি করেছে চীন। এরই পরিপ্রেক্ষিতে অনলাইনে চীনের অর্থনীতি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার কারণে চীনা সামাজিক মিডিয়া প্লাটফর্ম ওয়েইবো থেকে একজন বিশিষ্ট লেখকের কার্যক্রম স্থগিত করা হয়েছে। জানা যায়, উ জিয়াওবো এবং আরো দুইজন চীনের বেকারত্বের হার বৃদ্ধি, বর্তমান অর্থনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদি বিষয়ে লেখালেখি করেন। মে মাসেও উ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন যে, চীনের অর্থনীতির অগ্রগতি অত্যন্ত মন্থর হওয়ার কারণে ব্যক্তিগত উদ্যোক্তারাও এখানে বিনিয়োগ করার ইচ্ছা হারাচ্ছেন। তবে উ জিয়াওবোর কার্যক্রম স্থগিতকরণের কোনো কারণ এখনো পর্যন্ত জানানো হয় নি। সত্যতা হলো, চীনে বেকারত্বের হার বিগত সব রেকর্ড ভেঙ্গে ফেলেছে। গত মে মাসে বেকারত্বের হার ছিল ২০.৮ শতাংশ। জুলাই এবং আগস্টে ১১৫.৮ লাখ শিক্ষার্থী স্নাতক পাস করে বেরিয়ে এলে এ বেকারত্বের হার আরো বৃদ্ধি পাবে। একদিকে বেকারত্বের হার বৃদ্ধি অন্যদিকে বড় বড় প্রযুক্তি সংস্থাগুলো থেকে প্রায়ই কর্মী ছাঁটাইয়ের খবর পাওয়া যাচ্ছে। ২০২২ সালের এপ্রিল থেকে উ ওয়েইবো একাউন্ট চালাচ্ছেন এবং সেখানে তার ৪৭ লাখ ফলোয়ার রয়েছে। চীনের বিতর্কিত শূন্য কোভিড নীতির সমালোচনা করার জন্য গত বছরের জুনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উ এর বিভিন্ন একাউন্ট স্থগিত করা হয়। ন্যাশনাল অডিট অফিস ২০২২ সালের রিপোর্ট প্রকাশ করলে সেখানে কর্মসংস্থান, আবাসন, শিক্ষা এবং গ্রামীণ উন্নয়নের মতো বিভিন্ন খাতে আর্থিক বাজেট আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। এ তথ্য প্রকাশ করলে উ এর একাউন্ট স্থগিত করা হয়। এ রিপোর্টে দেখা যায়, ৭১ টি সংস্থা কর্মসংস্থান চুক্তির মাধ্যমে ৪২৮.২ লাখ ইউয়ান আত্মসাৎ করেছে। কঠোর শূন্য কোভিড নীতি তুলে নেওয়ার পর চীনের অর্থনীতিকে পুনরুদ্ধার করার সমস্ত চেষ্টাও বর্তমানে গতি হারিয়েছে। গত দুই মাসে মার্কিন ডলারের বিপরীতে ইউয়ানের মান কমেছে। গত সপ্তাহে পিপলস ব্যাংক অফ চায়না ঋণের হার কমাতে বাধ্য হয়েছে। চীনা অর্থনীতিবিদ লু টিং জানান, আরো কয়েক দফায় ঋণের হার কমবে। এটি আর্থিক ব্যবস্থার উপর সামান্য প্রভাব ফেললেও চীনকে আবারও স্থানীয় সরকারের প্রতি সমর্থন বাড়াতে হবে এবং অবকাঠামোগত বিনিয়োগের গতিও বাড়াতে হবে।

আই. কে. জে/

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন