রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার *** যাত্রীর লাগেজটি নড়ছিল, খুলতেই ভেতরে ২ বছরের শিশু *** তারেক রহমান আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, পথ দেখাবেন: মির্জা ফখরুল *** ১৮ তলা থেকে পড়ে বেঁচে গেল তিন বছরের শিশু *** ট্রাম্পের হুমকিতেও রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে ভারত *** নৌবাহিনী ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

বেইজিংয়ে পা রেখেই বিপাকে লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩০ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩

#

বেইজিং বিমানবন্দরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি - ছবি: সংগৃহীত

চীনে পা রেখেই বিপাকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বেইজিংয়ের একটি গণমাধ্যম বলছে, আর্জেন্টিনার পরিবর্তে স্প্যানিশ পাসপোর্ট আনায় বেশকিছু সময় তাকে বেইজিং বিমানবন্দরে অবস্থান করতে হয়। 

১৫ জুন ফিফা উইন্ডোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ। চীনের বেইজিংয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন হাজারো সমর্থক। বিশ্ব চ্যাম্পিয়নদের স্বচক্ষে দেখতে উৎসুক ছিল ভক্তরা। তবে বেইজিং বিমানবন্দরে লিওনেল মেসি আর্জেন্টিনার পরিবর্তে স্প্যানিশ পাসপোর্ট নিয়ে যাওয়ায় বেশকিছু সময় বিমানবন্দরে অবস্থান করতে হয়। পরে বিষয়টি সমাধান করে কর্তৃপক্ষ।

চীনের বেইজিং এখন মেসি জ্বরে ভুগছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার এই প্রীতি ম্যাচটি হবে বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে। যেখানে প্রায় ৬৮ হাজার দর্শকের সৌভাগ্য হবে লিওনেল মেসিসহ বিশ্ব চ্যাম্পিয়নদের স্বচক্ষে দেখার। এরই মধ্যে বেইজিংয়ের সড়কগুলো লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলের ছবি দিয়ে সাজানো হয়েছে।

আরো পড়ুন: উইকেটে তাজা ঘাস, চার পেসারও খেলাতে পারে বাংলাদেশ

এদিকে মেসিরা বেইজিং পা রাখতেই সক্রিয় হয়ে উঠেছে প্রতারকচক্র। ৭ বারের ব্যালন ডি'অর জয়ী এলএমটেনকে কেন্দ্র করে বিভিন্ন মিথ্যে বিজ্ঞাপন করা হচ্ছে। লিওনেল মেসির সঙ্গে সাক্ষাৎ করতে মোটা অঙ্কের অর্থ দাবিসহ কম অর্থে স্টেডিয়ামে বসে খেলা দেখার মতো লোভনীয় প্রস্তাব দিচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন। এসব থেকে জনসাধারণকে সচেতন করেছে স্থানীয় পুলিশ।

এদিকে প্রীতি ম্যাচ সামনে রেখে বেইজিংয়ের অলিম্পিক স্টেডিয়ামে অনুশীলন করেছে আলবিসেলেস্তেরা। অনুশীলনে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিও। ইন্টার মিয়ামিতে যাওয়ার আগে আস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটিতে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন লিও। 

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন