ছবি : সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে আবারো দূতাবাস খুলেছে রাশিয়া। ৩০ বছরেরও বেশি সময় পর দেশটিতে এই দূতাবাস খুলল মস্কো। শুক্রবার (২৯শে ডিসেম্বর) গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। মূলত সামরিক অভ্যুত্থানের পর সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে পশ্চিম আফ্রিকার এই দেশ।
প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধ হয়ে যাওয়ার পর রাশিয়া বুরকিনা ফাসোতে তাদের দূতাবাস পুনরায় চালু করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বুরকিনা ফাসো সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের ঘনিষ্ঠ মিত্র ছিল, কিন্তু ২০২২ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর থেকে দেশটির জান্তা সরকার রাশিয়ার দিকে অগ্রসর হয়েছে।
আরো পড়ুন: পাকিস্তানে নববর্ষ উদযাপন নিষিদ্ধ
এমনকি বুরকিনা ফাসোর জান্তা সরকার ফরাসি কূটনীতিকদের দেশ থেকে বহিষ্কার করেছে এবং দেশটিতে থাকা ফ্রান্সের সামরিক ঘাঁটিও বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে পশ্চিম আফ্রিকার এই দেশটি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের জুলাই মাসে সেন্ট পিটার্সবার্গে রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনের সময় বুরকিনা ফাসোতে দূতাবাস পুনরায় খোলার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। উল্লেখ্য, ১৯৯২ সালে বুরকিনা ফাসোতে রুশ দূতাবাসটি বন্ধ হয়ে যায়। মূলত নব্বইয়ের দশকের শুরুতে স্নায়ুযুদ্ধের সমাপ্তি এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর মস্কো আফ্রিকায় তার সম্পৃক্ততা কমিয়ে আনে। এরই জেরে সেসময় বুরকিনা ফাসোতে রুশ দূতাবাস বন্ধ হয়ে যায়।
সূত্র- বিবিসি
এইচআ/ আই.কে.জে/