মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

চীনে বিয়ের চেয়ে প্রেমে আগ্রহ বাড়ছে বেশি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বাংলাদেশে যেমন শীত কিংবা ঈদের মৌসুম এলেই বিয়ের ধুম পড়ে যায়, তেমনি চীনে কিক্সি উৎসব ঘিরে তৈরি হয় একই উত্তেজনা। এটিকে অনেকে ভ্যালেন্টাইনস ডের সঙ্গেও তুলনা করেন। এই উৎসবের সময় গাঁটছড়া বাঁধে বিপুল সংখ্যক চীনা যুগল।

চীনা বর্ষপঞ্জিকার সপ্তম মাসের সপ্তম দিনটিতে উদযাপিত হয় কিক্সি উৎসব। এ বছর সেটি পড়েছিল ২২ আগস্ট।

দিনটি রোমান্টিকভাবে উপস্থাপন করতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছিল সিচুয়ান প্রদেশের মিয়ানইয়াং শহরের একটি বিয়ে রেজিস্ট্রেশন অফিস। শুধু সমস্যা ছিল একটাই। সেদিন খুব কম যুগলই বিয়ে করতে হাজির হয়েছিল অনুষ্ঠানে।

ফলে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার একপর্যায়ে বন্ধ করে দেওয়া হয়। খালি পড়ে থাকা বিশাল বিয়ে রেজিস্ট্রেশন হলের পরিবর্তে দেখানো হয় শহরের সৌন্দর্য।

কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। বিয়ে রেজিস্ট্রেশন হল খালি থাকার ঘটনা ট্রেন্ডিং হয়ে ওঠে চীনা সোশ্যাল মিডিয়ায়। দেশটিতে বিয়ের হার কমে যাওয়ার স্পষ্ট উদাহরণ হিসেবে দেখা হচ্ছে এটিকে।

সরকারি পরিসংখ্যান বলছে, কর্তৃপক্ষের নানা উদ্যোগ সত্ত্বেও চীনে ক্রমাগত কমছে বিয়ের হার। ২০১৩ সালে দেশটিতে বিয়ে করেছিলেন প্রায় ১ কোটি ৩৫ লাখ মানুষ। কমতে কমতে গত বছর তা নেমে এসেছে মাত্র ৬৮ লাখে।

শুধু তা-ই নয়, চীনের মানুষ এখন বিয়ে করছেনও তুলনামূলক বেশি বয়সে, বাড়ছে বিচ্ছেদের হার। পাশাপাশি, এগুলোর ভেতর না জড়াতে চাওয়া ‘সিঙ্গেল’ (একা) মানুষের সংখ্যা বাড়ছে দ্রুত।

তরুণ চীনাদের অনেকেই বলছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের বিয়ে করা সাজে না। এর জন্য আর্থ-সামাজিক দুরবস্থাকে দায়ী করেছেন কেউ কেউ।

গত জুনে চীনে তরুণদের মধ্যে বেকারত্বের হার বেড়ে রেকর্ড ২১ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। এরপর থেকেই এ সংক্রান্ত তথ্য প্রকাশ বন্ধ করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ।

সিঙ্গেল থাকায় আগ্রহ

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গবেষক মু ঝেং-এর মতে, চীনে তরুণদের মধ্যে বিয়ে করার পরিবর্তে এখন সিঙ্গেল থাকা অথবা প্রেম করার দিকেই আগ্রহ বেশি। কনে খোঁজার পরিবর্তে তারা ডেটিংয়ে বেশি ঝুঁকছেন।

অনলাইন-অফলাইন বিভিন্ন মাধ্যমে ডেটিং করছেন চীনা তরুণরা। বন্ধুদের সাহায্যে, ফোন নাম্বার দিয়ে, সোশ্যাল মিডিয়া, ডেটিং অ্যাপ কিংবা ম্যাচমেকিং প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে সঙ্গী জোগাড় করছেন তারা।

আরো পড়ুন: কোনোদিন ভাত খাননি কাইয়ুম, বয়স ১৮

তবে এতেও সবার আগ্রহ সমান নয়। উপযুক্ত সঙ্গী না মেলায় অনেকেই একা থাকার পথ বেছে নিচ্ছেন।

গুয়াংঝুর বাসিন্দা জেসিকা ফু বলেন, আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, সম্পর্কে জড়ানোর জন্য কোনো তাড়াহুড়ো নেই। ডেটিংয়ের অর্থ, অন্য কারও সঙ্গে সময় উপভোগ করা। আমার জন্য এটি ছিল বিয়ের চাপ দূর করার একটি উপায়।

তবে আপাতত বিয়ে বা প্রেম কোনোটিরই চিন্তা করছেন না এ তরুণী। জেসিকার কথায়, এজন্য সময় বা শক্তি কোনোটাই আমার নেই। এই মুহূর্তে আমি আমার একাকী জীবনটাই উপভোগ করছি।

সূত্র: আল-জাজিরা

এসি/ আই. কে. জে/ 



প্রেম বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন