বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

বিয়ে করতে নিউইয়র্ক পালিয়ে যান শাহরুখ-কাজল!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

শাহরুখ-কাজল বলিউডের অত্যন্ত জনপ্রিয় নাম। সেই ‘বাজিগর’ ছবির সময় থেকে আলাপ শাহরুখ-কাজলের। তার পর ধীরে ধীরে তা বন্ধুত্বে পরিণত হয়। তাঁদের বন্ধুত্বের বয়স প্রায় দু’দশকের বেশি। এই লম্বা সময় একসঙ্গে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন তাঁরা। 

একে অপরের সাফল্যে আনন্দিত হন, কঠিন সময়ে একে অপরের পাশে থাকেন। কয়েক দশকের বন্ধুত্ব তাঁদের। দু’জনের সম্পর্ক যে অটুট, এ কথা একাধিকবার জনসমক্ষেই স্বীকার করেছেন দুই তারকা। একটা সময় ছিল অনেকেই মনে করতেন তাঁরা স্বামী-স্ত্রী। 

এমনকি, অভিনেতা বরুণ ধওয়ানও ছোটবেলায় মনে করতেন, কাজলই শাহরুখের স্ত্রী। যদিও সেই জুটি ভেঙে যায় কাজলের বিয়ের পর। কিন্তু নিউ ইয়র্কের রাস্তার এক ট্যাক্সি চালককে ঘোল খাওয়ান শাহরুখ।

আরো পড়ুন: বিয়েই করে ফেললেন উরফি!

একটা লম্বা সময় ধরে একসঙ্গে কাজ করেননি বলিউডের এই হিট জুটি। শোনা গিয়েছিল, স্বামী অজয়ের দেবগনের আপত্তির কারণেই নাকি নিজেকে গুটিয়ে নেন কাজল। ২০১০ সালে ফের জুটি বাঁধেন তাঁরা।

ছবির নাম ‘মাই নেম ইজ় খান’। কর্ণ জোহর পরিচালিত সেই ছবির শুটিংয়ে একটা লম্বা সময় আমেরিকায় ছিলেন তাঁরা। সম্প্রতি ‘মাই নেম ইজ় খান’ ছবির শুটিং চলাকালীন শাহরুখ ও কাজলের ভিডিও প্রকাশ্যে এসেছে। 

সেখানেই দেখা যাচ্ছে একটি ক্যাবে করে কোথাও রওনা দেন তাঁরা। তারকা যুগলকে দেখা মাত্রই ক্যাবের চালক ধরেই নেন, তাঁরা বাস্তবে বিবাহিত। বলেছিলেন, “আপনাদের দেখে বিবাহিত বলে মনে হচ্ছে।” এই কথা শুনে রসিক শাহরুখ বলেছিলেন, “আমরা বিবাহিত নই। কিন্তু পালিয়ে বিয়ে করতে যাচ্ছি।” 

শাহরুখের কথা শুনে প্রায় হতবাক কাজল। তবে শাহরুখের এই ধরনের রসকিতায় অভ্যস্ত ছিলেন কাজল।

এসি/ আই.কে.জে/

কাজল শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন