ছবি: সংগৃহীত
টালিউড ইন্ডস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর তালিকার শীর্ষে থাকেন সোহিনী সরকার। সোহিনীর লেটেস্ট কাণ্ডটা দেখেছেন? না, এবার কোনও ঝগড়া বা বিবাদে জড়াননি। সোজা বিক্রমের কোলে উঠে পড়েছেন। আর শুধু তাই নয়, দুহাত দিয়ে জাপটে ধরে একেবারে গালে চুমু খাচ্ছেন সোহিনী।
সেই ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন টালিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী। বাকিটা তো ইতিহাস। দাবালনের গতিতে ভাইরাল হয়েছে সোহিনীর চুমু খাওয়ার সেই ছবি। তবে সবটাই পর্দায়। বাস্তবে নয়।
হ্যাঁ, টালিউডের আগামী রোম্যান্টিক কমেডি মুভিতে দেখা যাবে বিক্রম চট্টেপাধ্যায় আর সোহিনী সরকার জুটিকে। সৌজন্যে দিব্য চট্টোপাধ্যায়ের নতুন ছবি অমরসঙ্গী। অনুরাগ আর জয়ী, দুই চাইল্ডহুড সুইটহার্টের জীবনের মোড় ঘোরানো গল্প বলবে এই ছবি। কঠিন পরিস্থিতিতে তাঁদের জীবনটাই একটা সময় অনিশ্চিত হয়ে পড়ে।
আরো পড়ুন: তোয়ালে পেচানো ছবি শেয়ার করে তোপের মুখে স্বস্তিকা
ঠিক এই প্রেক্ষাপটেই এগোবে বিক্রম-সোহিনী জুটির পরবর্তী ছবি অমরসঙ্গীর গল্প। এই ছবিতে যেমন রয়েছে রোম্যান্সের ছোঁয়া তেমনই পাওয়া যাবে কমেডির স্বাদ। রোম্যান্টিক কমেডি অমরসঙ্গীতে বিক্রম-সোহিনী জুটির অন স্ক্রিন রসায়নের অপেক্ষায় বাংলা ছবির দর্শক।
এসি/ আই.কে.জে