শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

বাজারে বাজাজের নতুন পালসার বাইক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

জনপ্রিয় বাইক নির্মাতা সংস্থা বাজাজ তাদের পালসার সিরিজের নতুন বাইক নিয়ে এলো। বাজাজের একাধিক পালসার বাইক এরই মধ্যে জনপ্রিয়তার শীর্ষে। সেই চাহিদা ধরে রাখতেই নতুন আরও একটি পালসার নিয়ে হাজির হয়েছে সংস্থাটি। যার নাম বাজাজ পালসার এন১৫০।

বাইকটিতে থাকছে ১৫০ সিসির ইঞ্জিন। সঙ্গে থাকছে ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। বাইকটি অনেক বেশি স্পোর্টি লুকের বলে দাবি করেছে বাজাজ। বাইকের গ্রাফিক্সে মূলত বদল করেছে সংস্থা।

দেওয়া হয়েছে মাসকুলার ফুয়েল ট্যাংক এবং শার্প এলইডি প্রোজেক্টর হেডল্যাম্প, যা বাইকের সামগ্রিক চেহারা আকর্ষণীয় করে তুলবে বলে মত বাজাজের। পালসার সিরিজে এর আগে যতগুলো বাইক লঞ্চ হয়েছে কিছুটা সেরকমই ধাঁচে আনা হয়েছে নতুন এন১৫০ পালসারটি।

বাইকের ইঞ্জিন রয়েছে ১৪৯.৬৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার চার স্ট্রোক ইঞ্জিন যা সর্বোচ্চ ১৪.৫ পিএস শক্তি এবং ১৩.৫ এনএম টর্ক তৈরি করে সঙ্গে দেওয়া হয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। এর আগে ১৫০ সিসির পালসার যেমন মাইলেজ ঠিক তেমনই মাইলেজ (৪০-৪৫ কিলোমিটার প্রতি লিটার) পাওয়া যাবে এই বাইকে।

আরো পড়ুন: এক চার্জে ১৪০ কিলোমিটার চলবে এই বাইক

ব্রেকিং ও সাসপেনশনের ক্ষেত্রে রয়েছে সামনে টেলিস্কপিক ফর্ক এবং পিছনে মনোশক ইউনিট, দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক সঙ্গে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। ফিচার্সের ক্ষেত্রে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল স্পিডোমিটার এবং ইউএসবি পোর্ট।

রেসিং রেড, এবনি ব্ল্যাক এবং মেটালিক পার্ল হোয়াইট-রঙে বেছে নিতে পারবেন বাইকটি। এই বাইকের দাম রাখা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৭৭ রুপি (এক্স-শোরুম), যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৫ হাজার ৩৩৩ টাকা।

সূত্র: হিন্দুস্থান অটো

এসি/ আই. কে. জে/ 



বাজাজ পালসার বাইক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250