শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের *** ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছেন না নজরুল ইসলাম খান

ফেসবুকে বাংলাদেশ সফর নিয়ে স্ট্যাটাস মার্টিনেজের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ৩০শে মে ২০২৩

#

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে আসছেন, এই খবর চাউর হয়েছে আগেই। এবার মার্টিনেজ নিজেই নিশ্চিত করলেন এই খবর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ সফর নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

কী লিখেছেন সেই স্ট্যাটাসে? মার্টিনেজ লিখেছেন, ‘সবাইকে শুভেচ্ছা। আমি আগামী ৩ থেকে ৫ জুলাই ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব। সেখানে আমি বিভিন্ন চ্যারিটি কার্যক্রমে অংশ নেব। একই সঙ্গে মোহনবাগান ক্লাবের একটি চ্যারিটি ম্যাচে প্রধান অতিথি হিসেবে যোগ দেব।’

 ‘এর পাশাপাশি ভক্তদের সঙ্গে বিভিন্ন কার্যক্রম, পৃষ্ঠপোষকদের হয়ে শুভেচ্ছা বিনিময় ছাড়াও ফুটবল সংক্রান্ত প্রচারণায় অংশ নেব। আমি জানি, কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত ও সমর্থক আছেন। আমি তাদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। শতদ্রুকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ। আমি তোমাদের ভালোবাসি।’

মূলত মার্টিনেজের সফরটা ছিল কলকাতাতে। তবে বাংলাদেশে আর্জেন্টিনার অনেক ভক্ত-সমর্থক আছে বলে তিনি নিজেই এখানে আসার আগ্রহ প্রকাশ করেন।

মার্টিনেজের ভারত ও বাংলাদেশ সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি গত ২৪ মে জানান, মার্টিনেজের ঢাকা সফরের জন্য স্পন্সর চূড়ান্ত হয়ে গেছে।আগামী সপ্তাহে ঢাকায় সংবাদ সম্মেলন করে বিশ্বের সেরা এ গোলরক্ষকের সফর সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন তিনি।

আরো পড়ুন: আইপিএল: সেরার পুরস্কার জিতলেন যারা

সবকিছু ঠিক থাকলে ৩ জুলাই ঢাকায় আসছেন মার্টিনেজ। মার্টিনেজের সফরসূচিতে কি থাকবে সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতেই ঢাকায় আসছেন শতদ্রু দত্ত।

৩৬ বছর অপেক্ষার পর গত বছর কাতারে বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। যাদের হাত ধরে ম্যারাডোনার দেশের এই সাফল্য, তাদের মধ্যে অন্যতম কারিগর এমিলিয়ানো মার্টিনেজ।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন