বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’

ফেভারিট যেই হোক, আমরা সিরিজ জিততে চাই: সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩

#

সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান। ছবি: সুখবর

টেস্টে ঐতিহাসিক জয়, তারপরেই ওয়ানডেতে হতাশাজনক সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টি সিইরজে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ওয়ানডেতে সিরিজ হারার পর কিছুটা ব্যাকফুটেই রয়েছে টিম টাইগার্স।টি-টোয়েন্টি পরিসংখ্যানেও আফগানরা ফেভারিট। তবে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান এসব মানতে চান না। তার একটাই লক্ষ্য, আফগানদের বিপক্ষে সিরিজ জয় করা।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিইরজের প্রথম ম্যাচে আগামীকাল (শুক্রবার) সিলেট  আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আজ বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজেদের ভাবনার কথা জানান টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব। 

আফগানদের সঙ্গে এ পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাতে ৬ বারই জিতেছে মধ্যপ্রাচ্যের দেশটি, টাইগারদের জয় মাত্র ৩টিতে। তবে এতো পরিসংখ্যান বা ফেভারিট তত্ত্ব নিয়ে মাথা ঘামাতে চান না সাকিব। তিনি বলেন, 'আপনি যাকে ইচ্ছা ফেভারিট বলতে পারেন, আমরা দুই ম্যাচই জিততে চাই।'

প্রতিপক্ষ কেমন কি কি সেসব নিয়ে চিন্তা না করে নিজেদের কাজটাই ঠিকমতো করতে চান জানিয়ে সাকিব বলেন, 'আমার কাছে মনে হয় আমরা দল হিসেবে তখনই ভালো খেলি যখন অন্য দলকে নিয়ে চিন্তা কম করি।'

আরো পড়ুন:যুক্তরাষ্ট্রের রেস্টুরেন্টে এবার ‘মেসি চিকেন স্যান্ডউইচ’

টি-টোয়েন্টিতে যে কোনো কিছু হতে পারে বলে সাকিব জানান, ‘প্রতিটা সিরিজই একটা চ্যালেঞ্জ। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যালেঞ্জটা আরও বেশি। কারণ সব দলের সমান সুযোগ থাকে। টি-টোয়েন্টিতে ছোট দল বা বড় দল বলে কিছু আছে বলে আমার মনে হয় না। যে কোনো দল যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখে। ওই চ্যালেঞ্জটাই আমাদের উপভোগের বিষয়। আমরা ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে কিন্তু একটা ম্যাচ হেরেছি।’

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250