শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

প্রথমবারের মতো বিসিবির আয়োজনে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হলো ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার (৬ মে) শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামে দেশের নানা প্রান্ত থেকে আসা ১০ দলের অংশগ্রহণে শুরু হয় এবারের আসর।

ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষদের নিয়ে সমাজের ধারণা বদলে দিতেই এমন আয়োজন বলে মন্তব্য করেছেন বিসিবির ডিজেবল ক্রিকেট কমিটির চেয়ারম্যান আকরাম খান। ভবিষ্যতে আরও জাঁকজমকপূর্ণভাবে এ টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

খেলায় অংশ নেয়া ক্রিকেটারদের কারো হাত নেই, কারো নেই পা। আবার হাত-পা থাকা সত্ত্বেও কেউ স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। তারপরও ক্রিকেটকে ভালোবেসে খেলেন সবাই। নৈপুণ্য দেখান মাঠের খেলায়।

বাংলাদেশে প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে প্রায়ই টুর্নামেন্টের আয়োজন করে বিভিন্ন সংস্থা। তবে এবারই প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীন হয়ে খেলার সুযোগ হয়েছে তাদের।

শুধু দেশেই নয়, বিশ্বের প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টগুলোতে অংশ নেবে বাংলাদেশ দল। সেখান থেকে দেশের হয়ে গৌরব বয়ে নিয়ে আসবেন এই ক্রিকেটাররা। এমনটাই প্রত্যাশা আকরাম খানের।

আকরাম খান বলেন, ‘সারা বিশ্বেই এ ধরনের ক্রিকেটের প্রচলন রয়েছে। বৈশ্বিকভাবেও টুর্নামেন্ট হয়। আমি সেই জায়গায় বাংলাদেশের সম্ভাবনা দেখছি। প্রতিবছরই আমরা ঘরোয়া টুর্নামেন্ট করব। এখান থেকেই জাতীয় পর্যায়ের দল তৈরি করা হবে। পাঁচ বছর পর এই ক্রিকেটের অবস্থা অনেক ভালো হবে।’

আরো পড়ুন:সন্তানদের নাগরিকত্ব চান সিডন্স!

বিবিসির হয়ে প্রথমবারের মতো এমন টুর্নামেন্টে অংশ নিতে পেরে বেশ খুশি ক্রিকেটাররা। প্রতিবছরই যেন এই টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি এমন দাবি ক্রিকেটারদের।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে গাজীপুর গ্লোরিয়াসের মুখোমুখি হয় ইউনাইটেড রংপুর। সেখানে ১১ রানে জয় পেয়েছে ইউনাইটেড রংপুর।

এম/


 

বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন