বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

পুতিনের বিরুদ্ধে পরোয়ানা থাকা সত্ত্বেও ব্রিকস শীর্ষ সম্মেলন হবে: দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গতকাল রোববার বলেছেন, আগামী মাসে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলন সশরীর হবে।

পাঁচ দেশের অর্থনৈতিক জোট ব্রিকসের বর্তমান চেয়ার দক্ষিণ আফ্রিকা। আগামী ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

ব্রিকসের সদস্যদেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সদস্যদেশগুলোর আদ্যক্ষর অনুযায়ী ব্রিকসের নামকরণ করা হয়েছে।

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে পুতিন এই সম্মেলনে উপস্থিত থাকবেন কি না, তা উল্লেখ করেননি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট।

পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। দক্ষিণ আফ্রিকা আইসিসির সদস্য।

গতকাল দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল এএনসির একটি সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট রামাফোসা সাংবাদিকদের বলেন, ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন এগিয়ে চলছে। তাঁরা সম্মেলনের কাঠামো–সম্পর্কিত আলোচনা চূড়ান্ত করছেন।

এক প্রশ্নের জবাবে রামাফোসা বলেন, তাঁরা প্রায় তিন বছর ধরে সশরীর ব্রিকস শীর্ষ সম্মেলন করেননি। এবারের ব্রিকস শীর্ষ সম্মেলনটি ভার্চ্যুয়ালি হবে না। তাঁরা ব্রিকস শীর্ষ সম্মেলন সশরীর করতে যাচ্ছেন।

ইউক্রেনের শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে গত মার্চ মাসের মাঝামাঝি পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আইসিসি।

দক্ষিণ আফ্রিকার গণমাধ্যমে এমন খবর এসেছে, আইসিসির সদস্য হিসেবে পুতিনকে গ্রেপ্তার করার মতো অবস্থান এড়াতে প্রিটোরিয়া আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলন চীনে করার কথা ভাবছে। কারণ, চীন আইসিসি গঠনের চুক্তিতে (রোম সংবিধি) স্বাক্ষরকারী দেশ নয়।

পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি প্রিটোরিয়ার জন্য একটি কূটনৈতিক সংকট তৈরি করেছে। কেননা, রাশিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে।


ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানায়নি দক্ষিণ আফ্রিকা। প্রিটোরিয়া বলেছে, এই যুদ্ধে দক্ষিণ আফ্রিকার অবস্থান নিরপেক্ষ। সংকট নিরসনে তারা সংলাপের পক্ষে।

এম/

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন