বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

পিএসজি ছাড়ছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

#

ব্রাজিলিয়ান তারকা নেইমার। ছবি: সংগৃহীত

পিএসজি ছাড়ছেন নেইমার? আবারও বাতাসে জোরালো হয়েছে ব্রাজিলীয় তারকার প্যারিসের ক্লাব ছাড়ার গুঞ্জন।

ইউরোপীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এবার নাকি নেইমার নিজেই ইংলিশ প্রিমিয়ার লিগের দল খুঁজছেন। জানা গিয়েছে, নেইমার নাকি নতুন মরশুমে প্যারিস ছেড়ে ইংল্যান্ডে পাড়ি দিতে চান। পিএসজিতে নেইমারের চলতি মরশুম খারাপ কাটছিল না। ২৮ ম্যাচে ১৭ গোল, অ্যাসিস্টও করেছেন ১৬টা। তবে বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে হারের পর নেইমারকে নিয়ে একেবারেই সন্তুষ্ট নন পিএসজি কর্মকর্তারা।  তবে পিএসজির সঙ্গে নেইমারের  চুক্তি আছে ২০২৫ সাল পর্যন্ত। 

ক্লাব সতীর্থ ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে বোঝাপড়া ঠিকঠাক না চলায় সমর্থকরাও সহজভাবে নিচ্ছিলেন না ব্রাজিলিয়ান তারকাকে। ২০১৭ সালে বিশাল অঙ্কের পারিশ্রমিকে ফরাসি ক্লাবটিতে যোগ দেন নেইমার। তবে চমকে দেয়া ট্রান্সফার ফি-ই পিএসজির সামনে হয়ে দাঁড়িয়েছে বড় বাধা। সে সঙ্গে অভ্যন্তরীণ নানা ঝামেলায় পিএসজিতে টেকাই দায় হয়েছে নেইমারের জন্য।

পিএসজির ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পেছনে বড় ভূমিকা ছিল ব্রাজিল তারকার। কিন্তু ইনজুরি ও নানা জটিলতায় ফরাসি সমর্থকদের কাছে নিজের গ্রহণযোগ্যতা হারিয়েছেন নেইমার। 
ক্লাব না চাইলেও নিজের চুক্তি শেষ হওয়া পর্যন্ত পিএসজিতে থাকতে চেয়েছিলেন ব্রাজিলিয়ান এই খেলোয়াড়। কিন্তু নিজের সম্মান রক্ষায় অবশেষে পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমন খবরই প্রকাশ করেছে ব্রাজিলের বেশ কয়েকটি গণমাধ্যম।

নেইমারের এমন সিদ্ধান্তের পেছনে অবশ্য বড় ভূমিকা রয়েছে পিএসজির সমর্থকদেরই। অনুমতি না নিয়ে সৌদি আরবে গিয়ে রোষানলে পড়েন লিওনেল মেসি। তাকে দুই সপ্তাহের জরিমানা ও নিষেধাজ্ঞা দেয় ক্লাব। এর রেশ ধরে নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ করে সমর্থকরা। মেসির মতো নেইমারকেও ক্লাব ছাড়ার দাবি জানায় সমর্থকদের সংগঠন আলট্রাস। এতেই ক্ষিপ্ত হন নেইমার।

অ্যাঙ্কেল ইনজুরিতে পড়ে পুরো মৌসুমের জন্যই ছিটকে গেছেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগেও বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে স্বপ্নের সমাধি হয়েছে প্যারিসিয়ানদের। নাসের আল খেলাইফিদের কাছে গুরুত্ব কমে গেছে। নানাভাবে বিষয়টি বোঝানো হয়েছে নেইমারকে। ২০২৫ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ব্রাজিলিয়ান তারকা।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১০ মে ২০২৩)

এবার পাকাপাকিভাবে ফরাসি ক্লাবটি ছাড়ছেন তিনি। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইতোমধ্যে নেইমারকে নিতে আগ্রহ প্রকাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। আগ্রহ দেখিয়েছিল নিউক্যাসেল ইউনাইটেডও। তবে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়ায় ক্লাবটি। 

এর আগে গত মৌসুমেও নেইমারকে ছেড়ে দিতে চেয়েছিল পিএসজি। তবে ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে তেমন কেউ আগ্রহ না দেখালে শেষ পর্যন্ত পিএসজিতেই থাকতে হয় নেইমারকে।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন