বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান *** আগামীকাল খসড়া সনদ রাজনৈতিক দলগুলোকে দেওয়ার আশা করছি: আলী রীয়াজ *** নিউইয়র্কে বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত

পাক্কা এক বছর মঙ্গল গ্রহের মতো আবাসে থাকবেন এই নারী

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩

#

কেলি হাসটন ।। ছবি: এএফপি

কানাডীয় নারী কেলি হাসটন। বয়স ৫২ বছর। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। পেশায় জীববিজ্ঞানী তিনি। এ বয়সে এসে দারুণ একটি অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন কেলি। 

এমন একটি জায়গায় তিনি থাকবেন, যা মঙ্গল গ্রহের আদলে নির্মিত। তা–ও এক দিন, দুই দিন নয়, পাক্কা এক বছর এই ‘লাল গ্রহের’ মতো স্থানে বসতি গড়বেন এই নারী।

যুক্তরাষ্ট্রের হিউস্টনে মঙ্গল গ্রহের আদলে একটি আবাস বানানো হয়েছে। এটা ‘মার্স ডুনে আলফা’ নামে পরিচিত। এর আয়তন ১ হাজার ৭০০ বর্গফুট। রয়েছে শয়নকক্ষ, ব্যায়ামাগার। এমনকি সেখানে খাবার উৎপাদনের জন্য ছোট একটি খামারও রয়েছে।

জুন মাসের কোন এক সময় থেকে এই আবাসে প্রবেশ করবেন চারজন স্বেচ্ছাসেবী। তাঁদেরই একজন কেলি হাসটন। পরবর্তী এক বছর তাঁরা সেখানে বসবাস করবেন।

কেলি সংবাদমাধ্যমকে বলেন, ‘মঙ্গলে বসবাস করা আমার শৈশবের স্বপ্ন ছিল না। এরপরও আমি মঙ্গলের আদলে নির্মিত একটি জায়গায় বসবাস করতে যাচ্ছি। এক বছর সেখানে কাটাব।’

আরো পড়ুন: ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে শনিগ্রহের বলয়

মূলত মঙ্গল গ্রহে মানুষের আবাস গড়ার অভিজ্ঞতা কেমন হবে, তার প্রস্তুতির অংশ হিসেবে এটা করা হচ্ছে। কেলি বলেন, ‘এটা আমার কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে।’ কেলিসহ এই চারজনকে সতর্কতার সঙ্গে নির্বাচন করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। ভবিষ্যতে মঙ্গলে অভিযানের সময় বিচ্ছিন্ন ও সীমাবদ্ধ পরিবেশে একজন ক্রুর আচরণ মূল্যায়নে এই প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগবে।

কেলি বলেন, এই অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত।

এম এইচ ডি/

বিশ্ব যুক্তরাষ্ট্র বিজ্ঞানী মঙ্গল গ্রহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন