বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

পাকিস্তানে সংখ্যালঘু শিখদের উপর সন্ত্রাসী হামলা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

গত বৃহস্পতিবার, পাকিস্তানের সিন্ধু প্রদেশের সুক্কুর শহরের সিং সভা গুরুদ্বার প্রাঙ্গণে সন্ত্রাসীরা জোর করে ঢুকে সেখানকার কীর্তন বন্ধ করে দেয় এবং ধর্মীয় কার্যক্রমে ব্যাঘাত ঘটায়।

গুরুদ্বারে উপস্থিত স্থানীয় শিখ এবং হিন্দুদের দাবি সন্ত্রাসীরা শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেবকেও অপমান করেছে।

সন্ত্রাসীদের পুলিশের কাছে সোর্পদ করা হলেও কোনো ধরনের তদন্ত ও জিজ্ঞাসাবাদ ছাড়াই পুলিশ তাদের ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠে।

গুরুদ্বারে একজন কীর্তন গায়ক অজয় সিং জানান, সন্ত্রাসীরা গুরুদ্বারে ঢুকে কীর্তন বন্ধ করে দেয় এবং বিশৃঙ্খলার সৃষ্টি করে।

তিনি বলেন, এ গুরুদ্বার কখনো কারো অশান্তির কারণ হয় নি, তবে কেন পাকিস্তানে সংখ্যালঘুদের সাথে এমন আচরণ করা হচ্ছে?

পাকিস্তানে বসবাসরত সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। গত ২৪ জুন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার শহরের ইয়াকাতুত এলাকায় সশস্ত্র মোটরসাইকেল চালকদের হাতে একজন শিখ দোকানদার মনমোহন সিংকে গুলি করে হত্যা করা হয়। তিনি তার পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। এর একদিন আগেই পেশোয়ারে হামলার শিকার হন আরেক শিখ ব্যক্তি তারলোক সিং।

এনজিও প্রতিষ্ঠান, ইউনাইটেড শিখস, পাকিস্তানে শিখ ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারে তীব্র নিন্দা জানায়। ইউনাইটেড শিখস এবং অন্যান্য শিখ প্রতিনিধিরা পাকিস্তানি দূতাবাসের সাথে সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারে বৈঠকে বসবে বলেও জানায়।

টুইটবার্তায় ইউনাইটেড শিখস জানায়, পাকিস্তানে শিখদের উপর এ হামলায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এ ব্যাপারে জড়িত থাকা সমস্ত অপরাধীদের শাস্তির আওতায় আনার জন্য পাকিস্তান সরকারের কাছে দাবি জানানো হয়।

আই. কে. জে/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন