সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ

পাকা চুল রাখবেন নাকি ছিঁড়বেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বয়স বাড়তে না বাড়তেই কালো চুলের মাঝে এক-দু'টো করে সাদা চুল উঁকি দেয়া শুরু করে। তখন অনেকেই হয় চুলটা তুলে দেন আবার অনেকেই পরেন চুল তুলবেন কি না এই চিন্তায়। অনেকেরই ধারণা, একটা পাকা চুল ছিঁড়লে, তার আশেপাশের চুল আরও সাদা হয়ে যাবে। এটা ধারণা মাত্র।

বয়স বৃদ্ধির সঙ্গে চুলে পেকে যাওয়া খুব সাধারণ বিষয়। কিন্তু সেগুলো তুলে ফেললে তার আশেপাশে আরও পাকা চুল গজাবে, এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। কিন্তু কম বয়সে কেন চুলে পেকে যায় এবং পাকা চুল ছিঁড়ে ফেলা উচিত কি না, চলুন জেনে নেওয়া যাক।

আরো পড়ুন : জানেন কি, কত বছর বয়স পর্যন্ত চুল গজায়

স্ক্যাল্পের যে অংশ দিয়ে চুল জন্মায়, সেই ফলিকলের চারপাশে মেলানোসাইট রয়েছে, যা মেলানিন তৈরি করে। এই মেলানিন চুলকে কালো রাখতে সাহায্য করে। এই মেলানিনের পরিমাণ কমতে শুরু করলেই চুলে ধূসরতা বাড়ে।

একটি চুলের ফলিকল দিয়ে একটিমাত্র চুলই গজায়। সুতরাং, আপনি যদি ওই এক-দুটো পাকা চুল ছিঁড়েও ফেলেন, সেই ফলিকল দিয়ে পুনরায় ধূসর চুলই গজাবে। এতে আশেপাশে চুলে কোনও প্রভাব পড়ে না।

যতক্ষণ না আপনার চুলের নিজস্ব রঙ্গক কোষগুলো মারা যায়, ততক্ষণ পর্যন্ত চুল সাদা হয় না। সুতরাং, পাকা চুল গোড়া থেকে তুলে ফেলার পরও ওই ফলিকল থেকে ধূসর রঙের চুলই বের হবে।

বয়সের সঙ্গে চুল পেকে যাবে-এই প্রক্রিয়াকে আপনি কোনওভাবেই আটকাতে পারবেন না। কিন্তু সময়ের আগে চুল পেকে যাওয়ার পিছনে মানসিক চাপ, ভুল খাদ্যাভ্যাস, রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার এবং জেনেটিক্সের মতো বিভিন্ন কারণ দায়ী থাকে।

চুলের ফলিকলে থাকা মেলানিন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেলে চুল সাদা হতে থাকে। এরপর আপনি যতই চুলের যত্ন নিন না কেন, চুলের কালো ভাব ফিরিয়ে আনা যায় না। তখন সাময়িকভাবে চুলকে কালো করতে হেয়ার কালার বা রুট টাচ-আপের সাহায্য নিতে হয়।

এস/ আই. কে. জে/ 


পাকা চুল রাখবেন নাকি ছিঁড়বেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন