বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

নেইমারের মাথায় পপকর্ন ঢাললেন সমর্থক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ৭১ শতাংশ বল দখলে রেখেও ভেনেজুয়েলার বিপক্ষে শেষ পর্যন্ত জয় পায়নি ব্রাজিল। দ্বিতীয় হাফের শুরুতে এগিয়ে যাওয়ার পরও, ভেনেজুয়েলার শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে নেইমাররা। ম্যাচ শেষে যখন টানেলে ফিরছিলেন নেইমার, তখন এক সমর্থক উপর থেকে তার মাথায় পপকর্ন ঢালেন। এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে প্রতিক্রিয়াও দেখান নেইমার।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নেইমারের সহায়তায়ই ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে যায় ব্রাজিল। ৫০তম মিনিটে নেইমারের নেয়া কর্নার থেকে হেডে গোল করেন গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস। তবে শেষ মুহূর্তে ভেনেজুয়েলার ফুটবলার বেল্লোর গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই ড্রয়ের পর মাঠ ছাড়ার সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে নেইমারকে। টানেলে ঢোকার মুখে নেইমারের মাথায় পপকর্নও ঢেলেছেন দর্শক। এ সময় তার মাথায় পপকর্নের প্যাকেটটিও ছুড়ে মারা হয়। এ ঘটনায় কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়াতে দেখা যায় নেইমারকে। এরপর উচ্চস্বরে রাগান্বিত হয়ে কিছু বলতেও দেখা যায় নেইমারকে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে এ দৃশ্য।

বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে এই প্রথম পয়েন্ট হারাল ব্রাজিল। প্রথম দুই ম্যাচে সহজ জয় পেয়েছিল তারা। পয়েন্ট হারানোর ফলে টেবিলের দুইয়েই থাকল সেলেসাওরা। দিনের আরেক ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা।         

এসকে/ 

নেইমার ব্রাজিল পপকর্ন ভেনেজুয়েলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন