মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার *** ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নেবেন শিক্ষকরা *** আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, আশা প্রধান উপদেষ্টার *** ২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের

নিজের মাঠে নিষিদ্ধ হবেন এমবাপ্পে!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বম্ব স্কোয়াডে পাঠানোর পর এবার কিলিয়ান এমবাপ্পেকে নিজেদের স্টেডিয়ামে নিষিদ্ধ করতে পারে পিএসজি। তাঁকে দুর্বল করতেই পিএসজি এমন কৌশল ব্যবহারের কথা ভাবছে বলে মন্তব্য করেছেন এসপিএনের সাংবাদিক হুলিয়েন লরেন্স।  ক্লাবের এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে তিনি এটা জানিয়েছেন। 

এর আগে এমবাপ্পে শুরু হতে যাওয়া মৌসুম শেষ হওয়ার পর পিএসজির সাথে  চুক্তি নবায়ন করবেন না বলে চিঠি দিয়েছিলেন। চিঠি পাওয়ার পর পিএসজি তাঁকে বিক্রির জন্য ব্যস্ত হয়ে পড়ে। কারণ, এবারের দলবদলে বিক্রি করতে না পারলে পরের মৌসুমে মুক্ত খেলোয়াড় হয়ে যাবেন এমবাপ্পে। তখন আর তাঁর বিনিময়ে ট্রান্সফার ফি পাবে না পিএসজি।

কিন্তু এমবাপ্পে চুক্তির মেয়াদ পূর্ণ না করে পিএসজি ছাড়তে চান না। এরও কারণ আছে। চুক্তির মেয়াদ পূর্ণ করে পিএসজি ছাড়লেই যে তিনি আনুগত্য বোনাসের পুরোটা পাবেন। অন্যদিকে তিনি যেখানে যেতে চান, সেই রিয়ালও কোনো প্রস্তাব নিয়ে পিএসজির কাছে আসছে না। তারাও এমবাপ্পের মুক্ত খেলোয়াড় হওয়ার অপেক্ষায় আছে। তাহলে যে ট্রান্সফার ফি ছাড়াই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে পাবে তারা!

এরপরই শুরু হয় পিএসজি–এমবাপ্পে লড়াই। সেই লড়াইয়ে এমবাপ্পেকে কাবু করতে একের পর কৌশল ব্যবহার করতে শুরু করে পিএসজি। যার প্রথমটি হলো, এমবাপ্পেকে প্রাক্–মৌসুম প্রস্তুতির এশিয়া সফরের দল থেকে বাদ দেওয়া।

এই পরিস্থিতির মধ্যেই এমবাপ্পের জন্য পিএসজিকে ৩০ কোটি ইউরোর প্রস্তাব দেয় সৌদি আরবের ক্লাব আল হিলাল। কিন্তু এমবাপ্পে আল হিলালের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায়ই বসতে চাননি। তার ওপর তিনি আবার জানিয়ে দেন, মেয়াদ পূর্ণ না করে পিএসজি ছাড়বেন না।

এরপর পিএসজি তাদের দ্বিতীয় অস্ত্রটা প্রয়োগ করে এমবাপ্পের ওপর—তাঁকে মূল স্কোয়াড থেকে বের করে পাঠিয়ে দেয় বম্ব স্কোয়াডে। ফুটবলে ‘বম্ব স্কোয়াড’ কথাটার একটা বিশেষ মানে আছে। সাধারণত অতি বেতনের খেলোয়াড়, যাঁরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেন না কিংবা ক্লাব আর যাঁদের দরকারি মনে করে না, তাঁদের যখন মূল দল থেকে আলাদা করে ফেলা হয়, তাঁদের ‘বম্ব স্কোয়াড’-এর সদস্য বলা হয়।

বম্ব স্কোয়াডে ঠাঁই হওয়ার পরও এমবাপ্পে তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। উল্টো পিএসজিকে নিয়ে ঠাট্টা করেন তিনি এই বলে যে লুইস এনরিকের মূল স্কোয়াডকে হারিয়ে দেবে তাঁর বম্ব স্কোয়াড। পিএসজির বম্ব স্কোয়াডে আগে থেকেই ছিলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস ও জার্মানির ইউলিয়ান ড্রাক্সলার।

ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র নতুন মৌসুম শুরু হয়েছে কাল। লোরিয়াঁর বিপক্ষে ম্যাচ দিয়ে পিএসজি মাঠে নামবে আজ। এর আগে এমবাপ্পে ঘোষণা দিয়েছেন, তিনি এ মৌসুমে পিএসজিতেই থাকবেন। 

এম.এস.এইচ/

রিয়াল মাদ্রিদ পিএসজি এমবাপ্পে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250