শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

নাগাল্যান্ড বোর্ড পরীক্ষায় ছেলেদের পেছনে ফেলে এগিয়ে আছে মেয়েরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ২৮শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

নাগাল্যান্ড বোর্ড অফ স্কুল এডুকেশন (এনবিএসই) গত বুধবার দশম এবং দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করে। ফলাফলে দেখা যায় মেয়ে শিক্ষার্থীরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে। গত মার্চ মাসে এই দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এনবিএসই-এর চেয়ারপার্সন আসানো সেখোস বলেন, মোট ৪০,৪৪৬ জন ছাত্র এ পরীক্ষাগুলোয় অংশ নেয়। এইচএসএলসিতে (দশম শ্রেণি) অংশ নেয় ২৪,৩৬১ জন এবং এইচএসএসএলসিতে (দ্বাদশ শ্রেণি) অংশ নেয় ১৬,০৮৫ জন।

এইচএসএলসি পরীক্ষায় কৃতকার্য হয় ১৭,১৩০ জন, অর্থাৎ শতকরা পাশের হার ৭০.৩২। গতবছর এ হার ছিল ৬৪.৬৯ শতাংশ।

পরীক্ষায় ৯ হাজার ৩৫০ জন মেয়ে ও ৭ হাজার ৭৮০ জন ছেলে পাস করেছে। শীর্ষ ২০-এ ৯৯ জন শিক্ষার্থী রয়েছে এবং তাদের মধ্যে ৩৩ জন ছেলে এবং বাকি ৬৬ জন মেয়ে।

কোহিমা ৭৩ শতাংশ পাশের হার নিয়ে সর্বোচ্চ পাশের রেকর্ড গড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মোকোকচুং, এখানে পাশের হার ৭০ শতাংশ। তৃতীয় স্থানে ৬৩ শতাংশ পাশের হার নিয়ে রয়েছে ফেক। অন্যদিকে মাত্র ৬ শতাংশ পাশের হার নিয়ে নিচের দিকে রয়েছে শামাতোর জেলা।

ডিমাপুরের ডন বস্কো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (এইচএসএস) ক্রিস্টি পল ম্যাথিউ ৯৯ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেনীর পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছে।

এইচএসএসএলসির সব বিভাগেই ছেলেদের চেয়ে মেয়েদের পারফরম্যান্স ভালো।

কলা বিভাগে মোট পাসের হার ৮২.৬২ শতাংশ, বাণিজ্য বিভাগে ৮৫.৮৩ শতাংশ এবং বিজ্ঞান বিভাগে ৮৬.৭৯ শতাংশ।

ডিমাপুরের খ্রিস্টান এইচএসএস-এর জাহিদ আহমেদ লস্কর ৯৯.২০ শতাংশ নম্বর নিয়ে বাণিজ্যে প্রথম স্থান অর্জন করেছে, অন্যদিকে ডিমাপুরের সেন্ট জন উচ্চ মাধ্যমিক আবাসিক বিদ্যালয়ের আওয়াং পি ইম্পুশ ৯৭ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান বিভাগে শীর্ষে রয়েছে। মোকোকচুং শহরের এইচএসএসের মোয়ানোলা লংচার ৯৭.২০ শতাংশ নম্বর নিয়ে আর্টস বিভাগে শীর্ষে রয়েছে।

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন