শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ *** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে *** মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায়

নগদে রিচার্জ করে ২৫ লাখ টাকার গা‌ড়ি পেলেন উৎপল

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নগদে মোবাইল রিচার্জ করে ২৫ লাখ টাকার টয়োটা এক্সিও ব্র্যান্ডের গাড়ি পেয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উৎপল চন্দ্র দাস নামের এক যুবক।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ উপহার নগদের পক্ষ থেকে উৎপলের হাতে তুলে দেন জনপ্রিয় ছোট পদ্মার টিভি অভিনেতা কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ।

নগদ কর্তৃপক্ষ ও উৎপল চন্দ দাস এবং তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে গাড়িটি হস্তান্তর করা হয়।

জানা যায়, প্রায় সপ্তাহ খানেক আগে মোবাইলে ২৫৭ টাকা রিচার্জ করে লটারিতে একটি ব্রান্ডের গাড়ি জিতে নেয় উৎপল চন্দ্র দাস। এরপর উৎপল চন্দ্র দাসকে সারপ্রাইজ দিতে হঠাৎ আজ শনিবার দুপুরের দিকে তার বাড়িতে ছুটে আসেন জনপ্রিয় নাটক ব্যাচেলার পয়েন্টের অভিনেতা জিয়াউল হক পলাশসহ (কাবিলা) নগদের কর্মীরা।

গাড়ি বিজয়ী উৎপল চন্দ্র দাস রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের ভূষণ ডাক্তার বাড়ির প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে। মিলি রানী দাসের তিন সন্তানের মধ্যে উৎপলের রয়েছে একটি ভাই ও বোন।

গাড়ি বিজয়ী উৎপল চন্দ্র দাস জানান, আমি ২৫৭ টাকা রিচার্জ করি, এরপর শুক্রবার আমাকে নগদ থেকে মুঠোফোনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানায়, আমি নগদ থেকে একটি গাড়ি পেয়েছি। প্রথমে আমার কাছে নগদ থেকে উপহার হিসেবে গাড়ি পাওয়ার বিষয়টি অবিশ্বাস্য মনে হলে নগদ কর্তৃপক্ষ এবং প্রতিবেশীরা আমাকে বিভিন্ন মাধ্যমে নিশ্চিত করেন। তারপর সেলিব্রিটিরা এসে গাড়িটি দিয়ে গেছেন। গাড়িটি পেয়ে আমি খুবিই আনন্দিত নগদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়।

তিনি আরও জানান, গাড়ি তার স্বপ্ন ছিল। এই স্বপ্ন আজ সফল হয়ে গেল।

ওআ/

নগদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন