মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের *** সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি *** তরুণ-তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার *** শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ফিরছেন ক্লাসে *** চীন সফরে যাবেন ডোনাল্ড ট্রাম্প *** তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টেই দিলেন আগুন *** এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ

দিনমজুরের অ্যাকাউন্টে ১৩০ কোটি টাকা!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা থানার বাসুদেবপুর গ্রামের নাসিরুল্লাহ নামে এক দিনমজুরের ব্যাংক অ্যাকাউন্টে ১০০ কোটি রুপি যা বাংলাদেশি ১৩০ কোট টাকা জমা হয়েছে। এই ইস্যুতে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চের নোটিশ পেয়ে কার্যত দিশেহারা নাসিরুল্লাহ ও তার পরিবার।

দেগঙ্গা থানা থেকে নাসিরুল্লাহকে একটি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে লেখা আছে মুর্শিদাবাদের জঙ্গিপুর জেলা পুলিশের অধীনে রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে তার নামে। 

আগামী ৩০ মে সব কাগজপত্র নিয়ে থানায় দেখা করার কথা বলা হয়েছে নাসিরুল্লাহকে। তবে সঠিক কী অভিযোগ তার নামে নোটিশে তা লেখা নেই। তবে নাসিরুল্লাহ খোঁজ নিয়ে জানতে পারেন তার গুগল পে অ্যাকাউন্টে একশো কোটি রুপি জমা দেখাচ্ছে। পরে ব্যাংকে গিয়ে ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন নাসিরুল্লাহ। ম্যানেজার অ্যাকাউন্ট চেক করে নাসিরুল্লাহকে বলেন, তার অ্যাকাউন্ট ১৭ রুপি আছে। তবে নাসিরুল্লার গুগল পে অ্যাকাউন্টে একশো কোটি রুপি ব্যালেন্স দেখাচ্ছে।

আরো পড়ুন: নির্মাণ কাজের সময় মিললো মুঘল আমলের মুদ্রা

ব্যাংক ম্যানেজার ফের তার ব্যাংকের অ্যাকাউন্টটি চেক করতে গেলে দেখেন সেটি লক করে দেওয়া হয়েছে।

ব্যাংকের ম্যানেজার নাসিরুল্লাহকে বলেন, আর এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া যাবে না। তখন নাসিরুল্লাহ ব্যাংকের ম্যানেজারকে বলেন, আমার ব্যাংকের অ্যাকাউন্টে ভুল করে টাকা ঢুকে গেছে। ওই টাকার মালিক আমি নই। আমি চাই অবিলম্বে আমার অ্যাকাউন্ট থেকে ওই টাকা সরিয়ে নেওয়া হোক।

এম এইচ ডি/ আই. কে. জে/

দিনমজুর ১০০ কোটি রুপি ভিন্নচোখে ব্যাংক অ্যাকাউন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250