শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ *** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে *** মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায় *** ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার *** জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে *** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট

দলবদলে এবার নতুন শর্ত দিলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

কিলিয়ান এমবাপ্পে - ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজির দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। ২০২৪ সালের পর আর চুক্তি না বাড়ানো নিয়ে এমবাপ্পের পাঠানো চিঠি থেকে এই দ্বন্দ্বের শুরু। পিএসজি স্পষ্ট জানিয়ে দেয়, মেয়াদ শেষ করে ফ্রি ট্রান্সফার হিসেবে ক্লাব ছাড়ার সুযোগ নেই। যেতে হলে এবারের দলবদলেই যেতে হবে। এরপরও এমবাপ্পে আরেক মৌসুম পিএসজিতে খেলার ইচ্ছার কথা জানান।

সম্প্রতি জানা যায়, এমবাপ্পের মা ফাইজা লামারিও নাকি ফরাসি তারকাকে পিএসজি ছেড়ে রিয়ালে যেতে বলেছেন। পাশাপাশি এমবাপ্পের জন্য রিয়াল মাদ্রিদের বড় অঙ্কের অর্থ হাতে নিয়ে প্রস্তুত হওয়ার খবরও সামনে আসে। তবে এর মধ্যে নতুন খবর দিল স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তারা জানিয়েছে, এমবাপ্পে ক্লাব ছাড়ার ব্যাপারে নতুন শর্ত দিয়েছেন। ক্ষতিপূরণের অর্থ হাতে পেলেই কেবল বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড এ দলবদলে পিএসজি ছাড়বেন।


কিলিয়ান এমবাপ্পে - ছবি: সংগৃহীত

পিএসজির চাপে পড়ে এবারের দলবদলে ক্লাব পরিবর্তন করে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে চান না এমবাপ্পে। গত বছর হওয়া চুক্তি অনুযায়ী ১৫ কোটি ইউরোর বেতন ও আনুগত্যের বোনাস (বেতন ৬ কোটি ইউরো ও আনুগত্য বোনাস ৯ কোটি ইউরো) পাওয়ার কথা রয়েছে এমবাপ্পের। এখন দল ছাড়লে তার পুরোটাই হাতে চান এ ফরাসি ফরোয়ার্ড। তবে এমবাপ্পের পরিকল্পনা ছিল, ২০২৪ সালে ফ্রি ট্রান্সফার হিসেবে রিয়ালে গেলে ট্রান্সফার বোনাস হিসেবে এ টাকাটা তাদের কাছ থেকে নেবেন।

সব মিলিয়ে এমবাপ্পের দলবদল নিয়ে পরিস্থিতি বেশ জটিল হয়ে পড়েছে। যেখানে কোনো পক্ষই খুব একটা স্বস্তিতে নেই।  এর আগে গত দুই মৌসুমের দলবদলেও আলোচনার কেন্দ্রে ছিলেন এই পিএসজি তারকা। 

আরো পড়ুন: নিজ হাতে মক্কায় মেঝে পরিষ্কার করলেন মোহাম্মদ রিজওয়ান (ভিডিও)

তবে দুইবারই রিয়ালকে নিরাশ করে এমবাপ্পেকে রেখে দিতে সক্ষম হয় পিএসজি। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। এখন পিএসজিও আর এমবাপ্পেকে ধরে রাখার ব্যাপারে অনড় অবস্থানে যাচ্ছে না। বরং অর্থনৈতিক ক্ষতি এড়াতে প্রয়োজনে এক মৌসুম আগেই তাঁকে ছেড়ে দিতে রাজি প্যারিসের ক্লাবটি।

এম/


কিলিয়ান এমবাপ্পে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন