সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সংবিধান রচনার ঘোষণা এনসিপির *** জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে ৮ জনের নাম বাদ *** বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি *** স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে কমিশন সভাপতির চিঠি *** বৃষ্টি উপেক্ষা করে সিডনিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লাখো মানুষ *** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

ঢালিউডের বিউটি কুইন শাবানার জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩

#

ঢালিউডের বিউটি কুইন শাবানা

ঢাকাই সিনেমার জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শাবানা। সিনেমাপ্রেমী মানুষদের মুখে মুখে তার নাম উচ্চারিত হয়ে আসছে বছরের পর বছর ধরে। টানা তিন দশক তার সুনিপুণ অভিনয়ের মাধ্যমে জয় করে নিয়েছেন কোটি দর্শকের মন।

তিনি ছিলেন বাংলাদেশের নারী দর্শকের আইডল। পর্দায় তার উপস্থিতির মাধ্যমে জানান দিতেন তিনি অসহায় গৃহবধূ কিংবা প্রতিবাদী নারীদের নেত্রী। বাংলা চলচ্চিত্রে তিনি একক স্থানে সব নারীর আইডল হিসেবে জায়গাটা ধরে রাখেন।

দীর্ঘ কয়েক দশক অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। দাপটের সঙ্গে অভিনয় করেছেন, কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকাবস্থায় তিনি চলচ্চিত্র থেকে অনেক দূরে চলে যান। দীর্ঘ ২৬ বছর থেকে চলচ্চিত্র থেকে দূরে তিনি। চলচ্চিত্রের দাপুটে এই অভিনেত্রী ১৯৫২ সালের ১৫ জুন জন্মগ্রহণ করেন।


চলচ্চিত্রে আসার আগে শাবানার পারিবারিক নাম ছিল আফরোজা সুলতানা রত্না। তিনি মাত্র ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে ‘নতুন সুর’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর পরিচালক এহতেশাম পর্দার নাম দেন শাবানা। ১৯৬৭ সালে ‘চকোরী’ চলচ্চিত্রে নাদিমের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন। 

তিন দশকে প্রায় ৩০০-র বেশি সিনেমায় কাজ করেন শাবানা। ষাটের দশক থেকে নব্বই দশক অর্থাৎ সিনেমা ছেড়ে দেয়া পর্যন্ত তিনি জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন। চিত্রনায়ক আলমগীরের সঙ্গে জুটি বেঁধে ১০০-র বেশি সিনেমায় অভিনয় করেন শাবানা। কিন্তু হঠাৎ করেই ১৯৯৭ সালে ব্যক্তিগত কারণে লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে বিদায় নেন। এরপর আর প্রকাশ্যে আর সেভাবে তাকে দেখা যায়নি।  সবশেষ ১৯৯৭ সালে মুক্তি পায় চিত্রনায়িকা শাবানা অভিনীত ও আজিজুর রহমান পরিচালিত ‘ঘরে ঘরে যুদ্ধ’।

সামাজিক থেকে অ্যাকশন, ফোকসহ নানা ঘরানার সিনেমায় অভিনয় করে সফল হয়েছেন শাবানা। তার উল্লেখযোগ্য কিছু সিনেমা হচ্ছে: ছুটির ঘণ্টা, নাজমা, ভাত দে, দুই পয়সার আলতা, রজনীগন্ধা, লালু ভুলু, মা ও ছেলে, লাল কাজল, নালিশ, ঘরের বউ, সখিনার যুদ্ধ, ঘরের শত্রু, স্নেহ, কন্যাদান, সত্যের মৃত্যু নাই, স্বামী কেন আসামী, পালাবি কোথায়, নতুন পৃথিবী, হিম্মতওয়ালী, বাসেরা, হালচাল, চাঁপা ডাঙ্গার বউ, অশান্তি, বিরোধ, স্বামী-স্ত্রী।

আরো পড়ুন: যে সিনেমা বানাতে গিয়ে বিশ্বজুড়েই গোলাপি রঙের ঘাটতি দেখা দিয়েছিল

বিউটি কুইন তকমা পাওয়া এই অভিনেত্রী অভিনয়ের জন্য প্রধান নারী চরিত্রে আটবার জাতীয় চলচ্চিত্র ও প্রযোজক হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১৭ সালে পান আজীবন সম্মাননা।

ব্যক্তিগত জীবনে ১৯৭৩ সালে শাবানা বিয়ে করেন পরিচালক ওয়াহিদ সাদিককে। দুটি কন্যা ও একটি পুত্রসন্তান রয়েছে তাদের। ১৯৯৭ সালে অজানা কারণে ঢালিউড থেকে বিদায় নেন শাবানা। এরপর ২০০০ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে চলে যান। বর্তমানে সেখানেই পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। মাঝেমধ্যে বাংলাদেশেও আসেন শাবানা।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন