বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

বাংলাদেশের সুপার ফোর খেলা নিয়ে কী বলছেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

সাকিব আল হাসান। ফাইল ছবি

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে এশিয়া কাপে ছিটকে পড়া থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে এমন জয়ের পর টাইগারদের সুপার ফোর নিশ্চিত থাকলেও সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমকে অধিনায়ক সাকিব আল হাসান দিয়েছেন সাদামাটা উত্তর। 

টাইগার অধিনায়ক বলেন, “এটা (সুপার ফোর) আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছি। আমার মনে হয় আমরা যা করতে পারতাম, করেছি। হয়তো প্রথম ম্যাচ আমাদের জন্য ছিল না। কিন্তু এই ম্যাচে আমরা প্রপার ক্রিকেট খেলেছি।”

এদিকে সাকিব কিছুটা বিনয়ী থাকলেও কার্যত সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। এশিয়া কাপে গ্রুপ ‘বি’তে তলানিতে আছে আফগানিস্তান। বাংলাদেশকে ছিটকে দিতে হলে পরের ম্যাচে আফগানিস্তানের রানরেট হতে হবে +০.৩৭৪। তাদের নেট রান রেট এখন -১.৭৮০। তার মানে পরের ম্যাচে তাদের নেট রান রেট নিয়ে যেতে হবে ১.৭৮০+.৩৭৪= ২.১৫৪। 

তবে এক্ষেত্রে বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়। এত বড় ব্যবধানে হারলে আবার শ্রীলঙ্কার নেট রান রেট নেমে যাবে ঋণাত্মকের ঘরে (+০.৯৫১-২.১৫৪= -১.২০৩)। সেক্ষেত্র বাদ পড়ে যাবে শ্রীলঙ্কা। অন্যদিকে শ্রীলঙ্কা যেকোন ব্যবধানে জয় পেলে আফগানদের বিদায় নিশ্চিত হচ্ছে। তাই সমীকরণের মারপ্যাঁচে বাংলাদেশ যে সুপার ফোরে খেলছে তা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়। 

এম.এস.এইচ/ আই. কে. জে/ 

এশিয়া কাপ সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250