সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ছয় দফা দাবি: সোমবার রাত থেকে দেশজুড়ে অ্যাম্বুলেন্স ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১০ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ছয় দফা দাবিতে দেশজুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে দেশের সব সড়ক ও সেতুতে অ্যাম্বুলেন্সের টোল ফ্রি চলাচল এবং সিরিয়াল ছাড়া ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার সুবিধা।

রোববার (২৩ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়। সেখানে বলা হয়- দাবি না মানলে সোমবার দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট কর্মসূচি চলবে।

সমিতির সভাপতি গোলাম মোস্তফা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে  যে দাবির কথা তোলা হয় সেগুলো হলো-

> দেশের সকল সড়ক ও সেতুতে বিনা টোলে চলাচল করার অনুমতি দিতে হবে

> অনতিবিলম্বে অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে

> অ্যাম্বুলেন্স থেকে প্রাইভেট কারের মতো বিআরটিএকে আয়কর (এটিআই) নেওয়া বন্ধ করতে হবে

আরো পড়ুন: কারিগরি দুর্বলতা ও দক্ষ লোকের অভাবে নাগরিকদের তথ্য ফাঁস

> দেশের প্রত্যেকটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা দিতে হবে

> রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল এবং গ্যাস নেয়ার ব্যবস্থা করতে হবে এবং 

> সড়কে হয়রানিমুক্ত ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে হবে।

ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালবে বলে জানিয়েছে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

এম এইচ ডি/ আইকেজে 

অ্যাম্বুলেন্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন