শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

চীনে পারিবারিক সহিংসতার ঘটনা বৃদ্ধি, জনমনে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

চীনে একের পর এক পারিবারিক সহিংসতার ঘটনা তরুণদের মনে বিয়ে নিয়ে অনীহার সৃষ্টি করছে। সাম্প্রতিক সময়ে প্রকাশ্য দিবালোকে এক হত্যাকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ শানডংয়ে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের তোলা ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, একটি লোক একজন মহিলার উপর বারবার গাড়ি চালিয়ে দিচ্ছেন। এমনকি মহিলাটি আদৌ বেঁচে আছে কি না তা পরীক্ষা করার জন্য লোকটিকে গাড়ি থেকে নামতেও দেখা যায়নি। পুলিশের তদন্তে বেরিয়ে আসে, ঐ মহিলা প্রকৃতপক্ষে তার স্ত্রী ছিল।

মঙ্গলবার ডংইং শহরের পুলিশ এক বিবৃতিতে জানায় যে, ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে পারিবারিক বিরোধের জের ধরে তার ৩৮ বছর বয়সী স্ত্রীকে আঘাত ও পিষে হত্যা করার ঘটনায় আটক করা হয়েছে। মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে বলেও জানায় পুলিশ।

চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে এ ঘটনার ভিডিও ফুটেজ প্রায় ৩ কোটি ভিউ পেয়েছে। এ ঘটনার নিষ্ঠুরতা দেখে অনেকেই আতঙ্কিত হয়ে আছেন এবং এ ব্যাপারে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছেন।

গত মাসে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ এক ব্যক্তি তার স্ত্রী ও শ্যালককে ছুরিকাঘাত করে হত্যা করে। পরবর্তীতে জানা যায়, বহু বছর ধরেই তার স্ত্রী পারিবারিক সহিংসতার শিকার হচ্ছিলেন এবং বিবাহবিচ্ছেদেরও পরিকল্পনা করছিলেন।

গত সপ্তাহে, চেংডুর দক্ষিণ-পশ্চিম মহানগরীর এক মহিলাকে তার স্বামী আঘাত করেন। পরবর্তীতে জানা যায়, তাদের বিয়ের দুই বছরের মধ্যে প্রায় ১৬ বার তার স্বামী তাকে আঘাত করেছে।

এসি/ আই. কে. জে/


চীন পারিবারিক সহিংসতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন