মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

চীনা অপহরণের শিকার পঞ্চেন লামার মুক্তি দাবি তিব্বতিদের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৪ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রায় ১৫০ জন তিব্বতি টরোন্টোর কানাডিয়ান কালচারাল সেন্টারে ১৯৯৫ সালে অপহৃত ১১তম পঞ্চেন লামার ৩৪তম জন্মদিন উদযাপন করতে জড়ো হন। একইসাথে অবিলম্বে তার মুক্তির দাবি জানান তারা।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন কানাডার হাউস অব কমন্সের সদস্য জেমস মেলোনি, প্রাদেশিক সংসদ সদস্য ভুটিলা কার্পোচে এবং সিটি কাউন্সিলর।

তারাও পঞ্চেন লামার মুক্তির ব্যাপারে সমর্থন প্রদান করেন। জেমস মেলোনি ছয় বছরের শিশুকে অপহরণের ঘটনাটিকে অকল্পনীয় বলে আখ্যা প্রদান করেন।

দালাই লামার প্রতিও সমর্থন প্রকাশ করেন মেলোনি। তিনি দালাই লামার শান্তিবার্তার গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করে জানান যে দালাই লামার উপর আক্রমণের অর্থ হলো সমগ্র তিব্বতের জনগণের উপর আক্রমণ।

পঞ্চেন লামার আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

পঞ্চেন লামাকে তিব্বতি বৌদ্ধধর্মের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক নেতা হিসেবে বিবেচনা করা হয়। অপহরণের পর তিনি কোথায় আছেন, আদৌ বেঁচে আছেন কি না সে বিষয়েও কোন তথ্য প্রকাশ করেনি চীন।

১৯৯৫ সালের ১৪ মে, গেদুন চোয়েকি নাইমাকে ১৪তম দালাই লামা একাদশ পঞ্চেন লামা হিসেবে স্বীকৃতি প্রদান করেন। এর তিনদিন পরেই পঞ্চেন লামাকে অপহরণ করা হয় এবং আজ পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া যায় নি।

এখানেই চীনাদের নিষ্ঠুরতা থেমে থাকে নি। তারা নিজের মনের মতো করে অন্য আরেকজনকে পঞ্চেন লামা হিসেবে নিযুক্ত করে এবং তিব্বতিদেরকে তাদের মনোনীত পঞ্চেন লামাকে মেনে নিতে বাধ্য করে।

এমএইচডি/ আই. কে. জে/

আরো পড়ুন:

মাত্র ২ কোটি টাকায় বিক্রি হবে নির্জন দ্বীপ

দালাই লামা চীন তিব্বত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন