বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

গোর-এ শহীদ ঈদগাহে একসঙ্গে ৬ লাখ মুসল্লির নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ঈদগাহ ময়দানে এবারের ঈদুল ফিতরের নামাজে একসঙ্গে প্রায় ছয় লাখ মুসল্লি অংশ নিয়েছিলেন বলে দাবি করেছেন আয়োজকরা।

আজ শনিবার সকাল ৯টায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দেশের অন্যতম বৃহৎ এই জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা।

২২ একর আয়তন বিশিষ্ট এই ঈদগাহে ১৯৪৭ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও আধুনিক স্থাপত্যশৈলীতে এখানে বৃহৎ পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে ২০১৭ সাল থেকে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ খুব সকাল থেকেই মুসল্লিরা সমবেত হতে শুরু করেন ঐতিহাসিক এ ময়দানে। ৯টা বাজতেই মুসল্লিদের সমাগমে পূর্ণ হয়ে ওঠে ঈদগাহ মাঠ। নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল আলম কাশেমী। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

বৃহৎ এই জামাতের প্রধান উদ্যোক্তা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, আজ একসঙ্গে ৬ লাখের মতো মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছে। তিনি বলেন, আগামীতে মুসল্লিদের সংখ্যা বাড়লে মাঠের পরিধি বাড়ানোর ব্যবস্থা রয়েছে।

তিনি আরও জানান, জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের জন্য স্থাপন করা হয় শৌচাগার, অজুখানা। এ ছাড়া ঈদগাহে ছিল মেডিকেল টিমও। পুলিশ, বিজিবি, র্যাবসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ছিল চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

এম/

আরো পড়ুন:

ঈদের শুভেচ্ছা জানালেন বাইডেন-মোদিসহ বিশ্ব নেতারা

মুসল্লি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250