বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া

খালি পায়ে ছয় বছর, জয়ী হয়ে পরলেন জুতা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

২০১৭ সালে প্রতিজ্ঞা করেছিলেন ভারতের মধ্যপ্রদেশের অনুপ্পর ইউনিটের বিজেপি নেতা রামদাস পুরিদল। ক্ষমতায় না আসা পর্যন্ত পায়ে জুতা পরবেন না। দীর্ঘ ছয় বছর পর রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় এসেছে তার দল। আর দল জেতার পর রামদাসকে জুতা পরিয়ে দিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী শিভরাজ সিং চৌহান।

শিভরাজ জানিয়েছেন, ২০১৭ সালে রামদাস পুরি এমন অস্বাভাবিক ও কঠোর সিদ্ধান্ত নেন।

মধ্যপ্রদেশে ২০১৮ সালের বিধানসভার নির্বাচনে দল গঠন করতে ব্যর্থ হয় বিজেপি। সে বছর ক্ষমতায় আসে কংগ্রেস। তবে দুই বছর পর ২০২০ সালে কামাল নাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের পতন হয় এবং বিজেপি সরকার গঠন করে। কিন্তু তা সত্ত্বেও রামদাস জুতা পরা শুরু করেননি।

আরো পড়ুন: হিজাবে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে ভারতের কর্নাটকে

মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটারে) প্রকাশিত একটি ভিডিওতে সাবেক মুখমন্ত্রী শিভরাজ সিং চৌহানকে বলতে শোনা যায়, ‘রামদাস পুরি দলের একজন পরিশ্রমী এবং নিবেদিত কর্মী। ২০১৭ সাল থেকে তিনি জুতা ও স্যান্ডেল পরা ছেড়ে দেন। ছয় বছর তিনি প্রতি মৌসুমেগ্রীষ্ম, শীত, বৃষ্টিতে খালি পায়ে ছিলেন। তার সংকল্প পূরণ হয়েছে। আমরা সবাই তাকে অনুরোধ করেছি আপনার সংকল্প পূর্ণ হয়েছে; এবার আপনি জুতা পরা শুরু করুন।

মধ্যপ্রদেশে গত মাসে অনুষ্ঠিত বিধানসভার নির্বাচনে ২৩০টি আসনের মধ্যে ১৬৩টিতে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি কেন্দ্রীয় ওই অঞ্চলে ক্ষমতা ধরে রেখেছে।

সূত্র: এনডিটিভি

এইচআ/ আই.কে.জে

নির্বাচন বিজেপি জুতা রামদাস পুরিদল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন