মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ *** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ *** মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমানটি নিয়ে এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত

ক্রমাগত খরা এবং তালেবানদের ব্যর্থতায় বিপর্যস্ত আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ২০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ ফেডারেশন (আইএফআরসি) এর প্রতিবেদন থেকে জানা যায়, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে ক্রমাগত খরা এবং মানবিক চাহিদা বৃদ্ধির ফলে বিভিন্ন ধরনের সমস্যাও ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।

আফগান জনগণদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রেড ক্রস তার প্রতিবেদনে জানায় যে, দেশের দুই তৃতীয়াংশ জনগণই বর্তমানে নিত্য চাহিদা পূরণ করতে পারছেন না। সাহায্যের জন্য চাওয়া ৮০০ লাখ সুইস ফ্রাঙ্কের অর্ধেকেরও কম মঞ্জুর করা হয়েছে। বিশ্লেষকদের দাবি, দ্রুত সমস্যাগুলো সমাধান না করলে দেশটির পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।

রাষ্ট্রের অনেক উন্নয়ন কার্যক্রমের জন্য অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হওয়ার দাবি করেন কাবুলের কিছু জনগণ। দেশীয় কিংবা আন্তর্জাতিক কোন প্রতিষ্ঠানই তাদের সহযোগিতায় এগিয়ে আসে নি বলে জানান একজন।

আরো পড়ুন: ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চীন

প্রতিবেদন অনুযায়ী, দেশের ২৮৩ লাখ মানুষ দারিদ্রতার মাঝে দিন যাপন করছেন, তাদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। বছরের পর বছর ধরে চলা সংঘাত, দ্বন্দ্ব, দাঙ্গা, দারিদ্র্য এবং দুর্বল অর্থনীতির ফলে দেশের মানুষ খাদ্য সংকটের মুখোমুখি হতে বাধ্য হচ্ছে।

২০২১ সালে তালেবান শাসকেরা আফগানিস্তান দখল করে নেয়। কিন্তু ক্ষমতায় ফিরে আসার পরেও তারা দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

খরা তালেবান আফগানিস্তান আন্তর্জাতিক রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটিজ ফেডারেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন