বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’ *** শিক্ষকদের বাড়তি বেতনসুবিধার নতুন প্রজ্ঞাপন জারি

কোরবানির সরঞ্জাম

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা আসন্ন। এখনই সময় কোরবানির পশু কেনার পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম কেনার। ঈদের দিন পশু জবাই থেকে শুরু করে ধাপে ধাপে চামড়া সরিয়ে গোশত কাটা ইত্যাদির জন্য দরকার হয় অনেক ধরনের সরঞ্জামের। একটি পশু কোরবানি দেওয়ার পর মাংস কাটা থেকে শুরু করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা মাথায় রেখে অনেক ধরনের জিনিসপত্র মজুত  রাখতে হবে আগে থেকেই। না হলে ঈদের দিন ঝামেলায় পড়তে হবে।

চলুন, জেনে নেওয়া যাক কোরবানির জন্য কোন কোন সরঞ্জাম কেনা জরুরি—

কাঠের গুঁড়ি

মাংস সঠিকভাবে কাটার জন্য কাঠের গুঁড়ির প্রয়োজন হয়। এমনকি এর উপর রেখে হাড় পিস পিস করে কাটা হয়। এটি খুবই  দরকারি একটি জিনিস। তবে কাঠের গুঁড়ি কেনার সময় সেটি টেকসই হবে কি না তা দেখে কিনুন।

কুড়াল

সাধারণত মোটা হাড়গুলোকে পিস করতে এটি ব্যবহার করা হয়। তবে কুড়াল না থাকলে ভারী দা দিয়েও কাজ চালাতে পারবেন।

চাপাতি

কোরবানির পশু জবাইয়ের কাজে ব্যবহার করা হয় চাপাতি। তবে গরুর চামড়া যদি মোটা হয় তাহলে চামড়া ছাড়ানোর কাজেও ব্যবহার করা যায় এই ধারালো বস্তুটি। এটি কিছুটা আকারে বড়, তাই বহনের সময় সাবধানতা অবলম্বন করুন। চাইলে রেডিমেড বা অর্ডার দিয়েও বানিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে দাম লোহার ওজন কেমন সেটির ওপর নির্ভর করে।


ছবি: সংগৃহীত

দা

দা মূলত দু’ধরনের। একটি সাধারণ ও অন্যটি রামদা। এটি কিছুটা চাপাতির কাজ করে। মাংস বানানোর কাজে লাগে এই দা। এর সাইজ বা আকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে। এর হাতল কাঠ বা লোহার হতে পারে।

ছুরি ও চাকু

পশুর চামড়া ছাড়ানোর জন্য ছুরি ও চাকুর প্রয়োজনীয়তা অনেক। তবে চাকু যেন অনেক ধারালো হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ছোট থেকে বড় অনেক সাইজের ছুরি-চাকু বাজারে পাওয়া যায়।

চাটাই

কোরবানির জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম কেনার সময় কিন্তু চাটাই কিনতে ভুলবেন না। কারণ পশু জবাইয়ের পর চামড়া ছাড়িয়ে এর উপরই কিন্তু মাংস রাখা হয়।

পলিথিন

চাটাইয়ের পাশাপাশি মোটা পলিথিনও খুবই দরকারি। কারণ এর উপর কাঠের গুঁড়ি রেখেই কিন্তু মাংস কাটা হয়।


ছবি: সংগৃহীত

দড়ি

দড়ি কিনে রাখুন। গরু জবাই করার সময় এর পাগুলো বাঁধার জন্য দড়ি প্রয়োজন হয়।

আরো পড়ুন: দেশি গরু চেনার সহজ উপায়

দাঁড়িপাল্লা বা ওয়েট মেশিন

কোরবানির জন্য দরকারি সব সরঞ্জাম কেনার সময় গোশত মাপার জন্য দাঁড়িপাল্লা বা ডিজিটাল ওয়েট মেশিন কিনতে ভুলবেন না।

পলিথিন

কোরবানির পর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বর্জ্য উপাদানগুলো পলি

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250