বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

কিউবায় গুপ্তচর ঘাঁটি স্থাপনা নিয়ে বিশাল পরিকল্পনা চীনের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৭ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩

#

মার্কিন আইন প্রণেতারা ইতিমধ্যে জো বাইডেন প্রশাসনকে কিউবায় চীনের তৈরি গুপ্তচর ঘাঁটি সম্পর্কে অবগত করেছেন। এ বিষয়ে অনেক আমেরিকানদেরই মন্তব্য হলো চীন এখানে শুধু গোয়েন্দা কাজের জন্য ঘাঁটি টি নির্মাণ করছে না।

বিশ্লেষকদের মতে, চীনের সামরিক বাহিনী লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল জুড়ে মার্কিন সামরিক অভিযানে বাধা দিতে বা তাইওয়ানে যুদ্ধ শুরু হলে মার্কিন মূল ভূখণ্ডে আক্রমণ চালাতে পারে। 

গত ২৫ জুন, ব্লিঙ্কেন জানান, চীনকে বিদেশের মাটিতে ঘাঁটি নির্মাণ থেকে আটকাতে কিছুটা হলেও সফল হয়েছে যুক্তরাষ্ট্র। 

তবে পরবর্তী দিন অর্থাৎ ২৬ জুন, চীনের সরকারি সংবাদপত্র, গ্লোবাল টাইমস দাবি করে যে কিউবায় তথাকথিত চীনা গুপ্তচর ঘাঁটির তথ্য একদম ভুয়া।

বিশ্লেষক গর্ডন চ্যাং বলেন, কিউবায় চীনা ঘাঁটি স্থাপন মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র সাইলো স্থাপন করা হলে চীনা পিপলস লিবারেশন আর্মি এর পূর্ণ সুবিধা ভোগ করবে। 

অন্যদিকে আরেকজন বিশ্লেষক, ডেভিড স্টুপলস বলেন, কিউবায় অনেক সৈন্য মোতায়েন করতে না পারলেও, চীনা ঘাঁটি মার্কিন সাবমেরিন থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারবে।

চীন তার নিজস্ব অর্থনৈতিক ও রাজনৈতিক লক্ষ্যগুলোকে পূরণ করতে এবং একইসাথে লিথিয়াম, তামার মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের পাশাপাশি কয়লা ও তেলের মতো সংস্থানগুলো লাভ করতে যুক্তরাষ্ট্রের কাছাকাছি চলে এসেছে, বলে অভিযোগ জানানো হয়। 

ইউএস আর্মি ওয়ার কলেজের ল্যাটিন আমেরিকান স্টাডিজের অধ্যাপক ইভান এলিস চীনের সাথে কিউবার সম্পর্কে উপর গুরুত্ব প্রদান করে বলেন, যদি চীন কিউবায় গোয়েন্দা ঘাঁটি স্থাপনে সফল হয়, তবে চীন ও কিউবার মধ্যে সামরিক সহযোগিতার মাত্রা বৃদ্ধি পাবে।

গোয়েন্দা ঘাঁটি স্থাপনের জন্য কিউবাকে কয়েক কোটি ডলার দিতে সম্মত হয়েছে চীন। কিউবায় গোয়েন্দা ঘাঁটি স্থাপন করতে পারলে চীন অতি সহজেই সমগ্র দক্ষিণ-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের অসংখ্য সামরিক ঘাঁটি থেকে তথ্য সংগ্রহ করতে পারবে।

চলতি বছরের শুরুতে চীনের গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ককে আরো জটিল করার জন্য যথেষ্ট ছিল। তারপরেও গত সপ্তাহান্তে, তাইওয়ান প্রণালীতে আন্তর্জাতিক জলসীমার মধ্য দিয়ে যাওয়ার সময় একটি চীনা যুদ্ধজাহাজ আমেরিকান জাহাজের কাছ ঘেঁষে যায়। সংঘর্ষ এড়াতে আমেরিকান জাহাজটি গতি কমাতে বাধ্য হয়।

আই. কে. জে


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন