মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের *** সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি *** তরুণ-তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার *** শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ফিরছেন ক্লাসে *** চীন সফরে যাবেন ডোনাল্ড ট্রাম্প *** তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টেই দিলেন আগুন *** এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ

ওয়েনের চোখে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হবে যে দল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩

#

ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হতে এখনো সপ্তাহখানেক বাকি, এমনকি অনেক দল এখনো ঠিকঠাক গুছিয়ে নিতে পারেনি। কিন্তু এর মধ্যেই মাইকেল ওয়েন জানিয়ে দিলেন সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম। এরপর ওয়েন যা করেছেন, তা খানিকটা চমকে ওঠার মতোই। শুধু চ্যাম্পিয়ন দলই নয়, ইংলিশ কিংবদন্তি দিয়ে দিয়েছেন প্রিমিয়ার লিগে আসন্ন মৌসুমে ১ থেকে ২০ নম্বরে কারা থাকবে, তাদের নামও। যে তালিকায় টানা চর্তুথবারের মতো চ্যাম্পিয়ন পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

প্রিমিয়ার লিগের গত এক দশকের ইতিহাসে ম্যানচেস্টার সিটির একচ্ছত্র আধিপত্য। গত ১০ বছরে সিটির হাতে শিরোপা উঠেছে ৬ বার। সিটির সেই দাপট অন্তত আরও এক মৌসুমে শেষ না হওয়ার কথাই বললেন লিভারপুল কিংবদন্তি ওয়েন। তিনি নিজে অবশ্য কখনো সিটিতে খেলেননি। লিভারপুলে ক্যারিয়ারের মধ্যগগন পার করে খেলেছেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে।


কিন্তু আগামী মৌসুমে সেরা দল নির্বাচনে নিজের সাবেক দুই ক্লাব লিভারপুল ও ইউনাইটেডকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন না ওয়েন। বরং আরও এক মৌসুমের জন্য গার্দিওলার সিটির শ্রেষ্ঠত্বের কথাই বললেন সাবেক এই ইংলিশ স্ট্রাইকার। এমনকি নিজের সাবেক দুই ক্লাবের কোনোটিকে তিনি ২ নম্বরেও রাখলেন না। প্রিমিয়ার লিগে রানার্সআপ হিসেবে দেখছেন মিকেল আরতেতার আর্সেনালকে। অর্থাৎ গত মৌসুমে সেরা দুটি অবস্থানের কোনো পরিবর্তন হবে না আগামী মৌসুমেও। প্রথম দুটি স্থান দিতে না পারলেও তিন ও চারে লিভারপুল ও ইউনাইটেডকে রেখেছেন ওয়েন।

লিভারপুল অবশ্য গত মৌসুমে সেরা চারে থাকতে পারেনি। ৫ নম্বরে থেকে নেমে গেছে ইউরোপা লিগে। আগামী মৌসুমে ইয়ুর্গেন ক্লপের দলকে তিনে দেখছেন ওয়েন। লিভারপুল তিনে উঠে আসায় সেরা চারে থাকা হবে না গত মৌসুমে চমক জাগানো নিউক্যাসল ইউনাইটেডের। ওয়েনের দেওয়া তালিকায় নিউক্যাসল চার থেকে নেমে গেছে ৭ নম্বরে। তবে আগামী মৌসুমে দারুণ উন্নতি দেখাবে মরিসিও পচেত্তিনোর চেলসি।

১২ নম্বরে থেকে শেষ করা দলটি আগামী মৌসুমে উঠে আসবে ৫ নম্বরে।

আরো পড়ুন:মেসির অটোগ্রাফ নিতে লোকে চাকরি হারাতেও ভাবছে না

ওয়েনের এই তালিকা দেখে রাগ করতে পারেন নবাগত লুটন টাউনের সমর্থকেরা। সাবেক ইংলিশ স্ট্রাইকারের চোখে ক্লাবটি থাকবে সবার তলানিতে। অর্থাৎ এক মৌসুম পরই অবনমিত হতে যাচ্ছে লুটন। আর তাদের সঙ্গী হয়ে একই পরিণতি ভোগ করবে উলভস ও শেফিল্ড ইউনাইটেড। লুটনের মতো শেফিল্ডও অবশ্য দ্বিতীয় সারি থেকে উঠে আসা দল।

ওয়েনের সেরা চারে যারা

১. ম্যানচেস্টার সিটি

২. আর্সেনাল

৩. লিভারপুল

৪. ম্যানচেস্টার ইউনাইটেড

এম/


চ্যাম্পিয়ন প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250