শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী *** যেভাবে আসামে হিন্দু-মুসলিম বিভাজিত সমাজে ঐক্যের সুর হয়ে উঠলেন জুবিন গার্গ *** ফ্লোটিলার সর্বশেষ জাহাজটির বর্তমান অবস্থান, স্টারলিংকের ইন্টারনেট এখনো সচল *** মাথা ঠান্ডা করে আরামে ঘুমান, নিজেদের সমস্যায় মন দিন—পশ্চিমা নেতাদের পুতিন *** বাড়লে গরম, বাড়ে চিনি খাওয়াও—বিস্ময়কর তথ্য দিলেন বিজ্ঞানীরা

ওয়ালটন প্লাজার কিস্তি-কার্ডধারীদের চিকিৎসাসহ বিভিন্ন সুবিধা দিতে চুক্তি

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ২৩শে মে ২০২৩

#

কিস্তি কার্ডধারীদের সেবা ও মূল্যছাড় দিতে দেশের কয়েকটি কোম্পানির সঙ্গে পৃথক চুক্তি করেছে ওয়ালটন প্লাজা। ছবি: সংগৃহীত

ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য কেনা গ্রাহকদের সেবা দিতে ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন।

কিস্তিতে পণ্য কেনা গ্রাহকদের মূল্যছাড় ও সর্বোচ্চ সেবা দেওয়ার পাশাপাশি তাদের জন্য চালু 'ক্রেতা সুরক্ষানীতি'র আওতায় চিকিৎসা, বীমাসহ এসব সুবিধা দেবে ওয়ালটন প্লাজা।

এ জন্য দেশের কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তি করার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়ালটন।

ওয়ালটন করপোরেট অফিসে ‘এমওইউ সাইনিং সিরিমনি’ শীর্ষক ওই অনুষ্ঠানে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, এএমজেড হাসপাতাল ও হাক্কা ঢাকা রেস্টুরেন্টের সঙ্গে পৃথক সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ওয়ালটন প্লাজা।

চুক্তিতে ওয়ালটন প্লাজার সিইও মো. রায়হান, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) অচিন্ত্য কুমার নাগ, এএমজেড হাসপাতালের জেনারেল ম্যানেজার মোহাম্মদ হোসেন, হাক্কা ঢাকার চিফ অপারেটিং অফিসার স্টিফেন কস্টা ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিইও শেখ রাকিবুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এছাড়া দেশব্যাপী লাইফস্টাইল, সুপারশপসহ বিভিন্ন কোম্পানির সঙ্গে করপোরেট চুক্তি হয়েছে। এতে ওই প্রতিষ্ঠানগুলোতে ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা সুরক্ষা গ্রাহকরা’ বিশেষ সেবা ও সুবিধা পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার সিইও রায়হান বলেন, সর্বোচ্চমানের পণ্য তুলে দেওয়ার প্রতিশ্রতির ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা কিস্তি ক্রেতা সুরক্ষানীতি চালু করেছে।

“এর আওতায় কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যু হলে পণ্যমূল্যের ভিত্তিতে ৫০ হাজার থেকে ৩ লাখ এবং তার পরিবারের কোনো সদস্য মৃত্যুবরণ করলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তাসহ নানা সুবিধা দিচ্ছে ওয়ালটন প্লাজা।”

আরো পড়ুন: ৬৮৩ কোটি ডলারের বাজেট অনুমোদন

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান ও মো. মাহমুদুল ইসলাম, চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান, প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের এজিএম আব্দুর রাজ্জাক, মার্কেটিং ম্যানেজার জিয়াউল হক ফারুক ও উত্তরা ব্র্যাঞ্চের ম্যানেজার জহিরুল ইসলাম, এএমজেড হাসপাতালের ক্লিনিক্যাল ম্যানেজার কর্নেল (অব.) আরশাদ খান, মার্কেটিং অ্যান্ড সেলসের সিনিয়র ম্যানেজার মাঈন উদ্দীন (আকাশ) ও বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার ফয়সাল হালিম, হাক্কা ঢাকা’র আউটলেট ম্যানেজার সাজীম ও শাওন, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন রুবায়েত সালেহীন উপস্থিত ছিলেন।

এম/


 

ওয়ালটন প্লাজা চুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250