ছবি: সংগৃহীত
আমেরিকায় নানান খুনসুটির ৯ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিওটি সজল নিজেই তার ফেসবুকে শেয়ার করেন। সজলের ফেসবুক পোস্ট দেখে ঠিক একদিন পর নিজের ফেসবুক পেজেও ওই ভিডিওটি শেয়ার করেন তিশা। মূলত অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেতা আব্দুন নূর সজলের আমেরিকায় অবকাশ যাপনের ভিডিও এটি।
নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এ ভিডিও, শেয়ার করেন নেটিজেনরাও। সজল-তিশার এমন ভিডিওতে নেটিজেনরা মিলিয়েছেন দুইয়ে দুইয়ে চার।
অনেক নেটিজেনই তাদের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে বলেছেন ‘পারফেক্ট জুটি’। আগামী দিনের শুভ কামনাও জানিয়েছেন অনেকে।
আরো পড়ুন: অনুরাগীদের প্রশংসায় মুগ্ধ ক্যাটরিনা
এদিকে সজল-তিশার ভিডিও দেখে অভিনেতা মুশফিক আর ফারহানের নাম নিতেও ভুল করছেন না। একজন লিখেছেন, নতুন কিছু শুনবো আশা করি।
আরেকজন লিখেছেন, ফারহান শেষ, সজল শুরু। সেলিব্রেটিদের বিয়ের মৌসুম চলায় অনেক নেটিজেনই এ দুই তারকার বিয়ের খবরও জানতে চেয়েছেন। যদিও এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি সজল ও তিশা।
এসি/ আই.কে.জে/