বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির *** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব *** শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে, জানা যাবে ১৩ই নভেম্বর *** হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকেরসহ দুজনকে অব্যাহতির সুপারিশ *** জিয়াউর রহমান সরকারের মন্ত্রীর ছেলে যোগ দিলেন আওয়ামী লীগে *** শনিবারের ক্লাস নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন শিক্ষক নেতা আজিজী

একাধিক জন্মসনদ বাতিলে এলো নতুন নিয়ম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ৩০শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

কোনো ব্যক্তির অনলাইনে একাধিক জন্মনিবন্ধন থাকলে প্রথমটি রেখে বাকিগুলো বাতিল করার নিয়ম ছিল। এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে।

নতুন নিয়ম অনুসারে, ব্যক্তি তার সুবিধামতো একটি জন্মসনদ রেখে বাকিগুলো বাতিল করতে পারবেন। এ জন্য তাকে আলাদা করে অনলাইনে আবেদন করতে হবে।

নতুন এই নিয়ম জানিয়ে সম্প্রীতি সারা দেশের নিবন্ধন কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠিয়েছে ‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন’।

তবে নতুন নিয়ম কার্যকর হলেও এখন পর্যন্ত একাধিক জন্মসনদ বাতিলে তেমন সাড়া নেই। তা ছাড়া জন্মনিবন্ধন নিয়ে ঘন ঘন নতুন সিদ্ধান্ত আসায় সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা নতুন নিয়ম সম্পর্কে অবগত নন বলে জানা গেছে।

নতুন নিয়ম নিয়ে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় যে চিঠিটি ইস্যু করেছে, তার শিরোনাম ‘জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ বাতিলের অনুমোদন প্রক্রিয়া’।

চিঠিতে বলা হয়েছে, জন্ম ও মৃত্যুনিবন্ধন সফটওয়্যার বিডিআরআইএসে অপ্রয়োজনীয় সনদ বাতিলের সুবিধা (অপশন) চালু করা হয়েছে। এই সুবিধার মাধ্যমে কোনো ব্যক্তি তার অব্যবহৃত ও অপ্রয়োজনীয় জন্মসনদগুলো বাতিল করে নিতে পারেন।

নতুন নিয়ম সম্পর্কে জানতে চাইলে রেজিস্ট্রার জেনারেল মো. রাশেদুল হাসান বলেন, একাধিক জন্মসনদধারী ব্যক্তি এখন তার জন্য যে সনদটি প্রয়োজনীয় মনে করবেন, সেটি রেখে বাকিগুলো বাতিল করতে পারবেন।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের কর্মকর্তারা জানান, অনলাইনে একাধিক জন্মনিবন্ধন থাকলে প্রথমটি রেখে বাকিগুলো বাতিল করার আগের নিয়মে অনেকে বিপাকে পড়ছিলেন। বিশেষ করে, যারা জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে প্রথমটির পরিবর্তে দ্বিতীয় বা তৃতীয় জন্মসনদের নম্বর ব্যবহার করেছিলেন, তারা সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। কারণ, তখন জন্মসনদের সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের তথ্যের গরমিল হয়ে যাচ্ছিল। এই প্রেক্ষাপটে একাধিক জন্মসনদ বাতিলের নিয়মে পরিবর্তন আনা হয়েছে।

যে পদ্ধতিতে বাতিল করতে হবে

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ইস্যু করা চিঠিতে একাধিক জন্মসনদ বাতিলের পদ্ধতি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, একাধিক জন্ম সনদধারী ব্যক্তি তার বাতিলযোগ্য সনদসহ সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে হাজির হবেন।

এখানে ‘সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়’ বলতে যেখানে ব্যক্তি নিবন্ধন করে তার জন্মসনদ নিয়েছিলেন, সেই স্থানকে বোঝানো হয়েছে।

পরবর্তী প্রক্রিয়া হলো সংশ্লিষ্ট নিবন্ধক ব্যক্তির জন্মসনদগুলো অনলাইনে যাচাই করবেন। তিনি তার অনুমোদিত ইউজার আইডি থেকে নির্ধারিত ফি নিয়ে অনলাইনে জন্মসনদ বাতিল আবেদনের কাজ শেষ করবেন।

পরে নিবন্ধক আবেদনটির বিষয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য অনলাইন সিস্টেমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অর্থাৎ রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠাবেন। তিনি (রেজিস্ট্রার জেনারেল) তার ইউজার আইডি থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বাতিলযোগ্য মূল জন্মসনদগুলো বাতিল করবেন। এর মধ্য দিয়ে আবেদনের নিষ্পত্তি হবে।

নতুন নিয়মে তেমন সাড়া নেই

কয়েকটি এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, নতুন নিয়মে একাধিক জন্মসনদ বাতিলে এখনো তেমন একটা সাড়া পাননি নিবন্ধকেরা। কয়েকজন নিবন্ধক বলেছেন, নতুন নিয়মের বিষয়ে তারা এখনো জানেন না।

রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা এস এম ওয়াসিমুল ইসলাম বলেন, তার কার্যালয়ে পুরোনো নিয়মেই একাধিক জন্মসনদ বাতিলের আবেদন নেওয়া হচ্ছে।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, নতুন নিয়মের বিষয়ে তিনি অবগত নন।

২ নম্বর বাকিলা ইউপির হিসাব সহকারী মো. নাসির হোসেন জন্ম ও মৃত্যুনিবন্ধনের স্থানীয় আবেদনগুলোর বিষয়ে দায়িত্ব পালন করেন। তিনি বলেন, ১০ থেকে ১২ দিন আগে তিনি নতুন নিয়মটির বিষয়ে জানতে পেরেছেন। তবে এলাকার কেউ তখন পর্যন্ত নতুন নিয়মে আবেদন করেননি।

হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও (উত্তর) ইউপির চেয়ারম্যান মো. আবদুল হাদী মিয়া বলেন, একাধিক জন্মসনদ বাতিলের ক্ষেত্রে নতুন নিয়মের বিষয়ে তিনিও কিছু জানেন না। তার এলাকায় একাধিক জন্মসনদ বাতিল চেয়ে কেউ আবেদন করেননি।

হাজীগঞ্জের ইউএনও মো. রাশেদুল ইসলাম বলেন, নতুন নিয়মটির বিষয়ে তিনি জানেন না। তবে একাধিক জন্মসনদধারী ব্যক্তির একটি সনদ রেখে বাকিগুলো বাতিলের কাজ আগে থেকেই চলছে। এই এলাকায় প্রবাসীর সংখ্যা বেশি। বিদেশ যাওয়ার সময় অনেকে না বুঝে একাধিক সনদ নিয়েছিলেন।

নতুন নিয়মে তেমন সাড়া না পাওয়ার বিষয়ে রেজিস্ট্রার জেনারেল রাশেদুল হাসান বলেন, চিঠি দিয়ে নিবন্ধক কার্যালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিবন্ধকেরা যাতে নতুন নিয়মের তথ্য প্রচার করেন, সে বিষয়টি দেখা হবে।

এসি/ আইকেজে 


জন্মনিবন্ধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250