রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার *** যাত্রীর লাগেজটি নড়ছিল, খুলতেই ভেতরে ২ বছরের শিশু *** তারেক রহমান আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, পথ দেখাবেন: মির্জা ফখরুল *** ১৮ তলা থেকে পড়ে বেঁচে গেল তিন বছরের শিশু *** ট্রাম্পের হুমকিতেও রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে ভারত *** নৌবাহিনী ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

উইকেটে তাজা ঘাস, চার পেসারও খেলাতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩

#

ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে - ছবি: সংগৃহীত

বুধবার থেকে শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ। এই ম্যাচের আগে বেশ দুশ্চিন্তায় বাংলাদেশ দল। চোটের কারণে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে নেতৃত্ব দেবেন লিটন দাস। তবে তামিমের চোট ও তাসকিনের চিন্তায় সেরা একাদশ পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।

১৫ সদস্যের বাংলাদেশ দলে আছেন ৫ পেসার। সেই পেসারদের কথা ভেবেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটে রাখা হয়েছে তাজা ঘাস। এতটাই যে আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের একাদশে দেখা যেতে পারে তিন থেকে চারজন পেসার!

আজ বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে এ আভাসই দিয়েছেন, ‘আমাদের ৭-৮ জন বোলার আছে, যাদের আমরা যেকোনো সময় সুযোগ দিতে পারি। ফাস্ট বোলিং বিভাগ এখন খুবই ভালো করছে। কে জানে, আমরা আগামীকাল হয়তো ৩-৪ জন পেসার নিয়ে দল সাজাতে পারব।’

হাথুরুসিংহে আরেকটু ব্যাখ্যা করলেন, ‘দেখুন, আমাদের এখন ফাস্ট বোলার আছে। পেসারদের সুবিধা হয়, এমন উইকেট তাদের দিতে হবে।’ তবে মিরপুরের উইকেটে শুধু পেসাররাই দাপট দেখাবে, তা নয়। স্পিনারদের জন্যও আছে সুখবর, ‘এই উইকেট সবুজ থাকবে না। গরমে খুব দ্রুতই উইকেটের চরিত্র বদলে যেতে পারে। এখানে সবার ভালো করার সুযোগ থাকবে।’

মিরপুর টেস্ট দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে লিটন দাসের। হাথুরুসিংহের সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গটিও এসেছে। ২০১৫ সালে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্ট দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল লিটনের। সে সময় হাথুরুসিংহে ছিলেন বাংলাদেশের প্রধান কোচ। সেই লিটন যখন টেস্ট দলের অধিনায়ক হতে যাচ্ছেন, তখনো বাংলাদেশের দায়িত্ব হাথুরুসিংহের হাতে। লিটনের এই যাত্রাটা হাথুরুসিংহে কীভাবে দেখছেন, সে প্রসঙ্গে জানতে চাইলে বলেন, ‘তাকে দেখে মনে হয়েছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ এক সম্ভাবনা। এই জন্যই আমরা তাকে সুযোগ দিয়েছি, ধরে রেখেছি।’

লিটনের সম্ভাবনা বোঝাতে নাজমুল হোসেন ও ইবাদত হোসেনের উদাহরণও টানলেন হাথুরুসিংহে, ‘২০১৭ সালে আমরা দুজন অতিরিক্ত ক্রিকেটার নিয়ে নিউজিল্যান্ডে গিয়েছিলাম। একজন শান্ত (নাজমুল), আরেকজন ইবাদত। এখন তো ফল পাচ্ছেন। এভাবেই ক্রিকেটার তৈরি করতে হয়।’

এবার একদল তরুণ ক্রিকেটার নিয়ে বাংলাদেশে এসেছে আফগানরাও। টেস্ট ক্রিকেটেও নিয়মিত নয় আফগানিস্তান দল। ২০২১ সালে সর্বশেষ টেস্ট খেলেছে হাশমতউল্লাহ শহীদির দল। অচেনা এই চ্যালেঞ্জকে কীভাবে দেখছে বাংলাদেশ, সে উত্তর পাওয়া গেল হাথুরুসিংহের কথায়, ‘ওদের বেশির ভাগ ক্রিকেটার সম্পর্কে আমাদের জানাশোনা কম। আমরা প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করি অবশ্যই। কিন্তু সেটা ২৫ শতাংশ। বাকি ৭৫ শতাংশ মনোযোগ থাকে আমরা কী করব, সেখানে।’

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা(১৩ জুন ২০২৩)

আফগানিস্তান দলে রশিদ খানের অনুপস্থিতি নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘সে অবশ্যই দারুণ একজন বোলার। শেষবার যখন টেস্ট খেলেছি, তখন সে ভালো করেছিল। কিন্তু এটাও ঠিক যে আমরাও আমাদের সেরা খেলোয়াড় ছাড়া খেলব। সাকিব এখনো খেলার জন্য প্রস্তুত নয়। তবে আমাদের যা আছে, তা নিয়ে ভালো করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন