শনিবার, ৪ঠা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক কটাক্ষের শিকার ইয়াশ রোহান, পাশে মেহজাবীন, আরশরা *** দেশের পতাকা নিয়ে গাজামুখী ‘মিডিয়া ফ্লোটিলায়’ শহিদুল আলম *** বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি *** ইহুদি উপাসনালয়ে হামলাকারী জিহাদ সম্পর্কে যা জানা গেল *** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী

আমার যত ফোন আসে, সব মেয়েদের : জায়েদ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দেশের বিনোদনপাড়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়েদ খান। নিজেকে ‘মেয়েদের ক্রাশ’ দাবি করেন জায়েদ খান। অনেক মেয়ে তাকে কাছে পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন-- এটা নিয়ে বেশ গর্বিত এবং অভিভূত তিনি।

জায়েদ খান একাধিক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার ফেসবুক ঘাঁটলে দেখবেন, তিন ভাগের এক ভাগ মেয়ে। আমার যত ফোন আসে, সব মেয়েদের। আমি যত গিফট পাই, সব মেয়েদের। আমি মেয়েদের কাছ থেকে যত প্রেম নিবেদন পেয়েছি, সেটি আনবিলিভেবল।’

তিনি আরও বলেছেন, ‘তারা আমার সঙ্গে প্রেম করতে চান; আমি নাকি জাতীয় ক্রাশ। তবে তরুণীদের সাড়ায় আমি অভিভূত। তারা মন থেকে আমাকে চান। এর কারণ—আমি তো নোংরামি করিনি। করলে এতদিনে অনেক কিছু বের হত।’

জায়েদের ক্যারিয়ারে কোনো ভালো ছবি নেই। অভিনয়েও তেমন পটু নন। তবুও কেন মেয়েরা তার জন্য পাগল হবেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন নিজেই।

আরো পড়ুন: বড় পর্দায় পপতারকা টেলর সুইফট, অগ্রিম টিকিট বিক্রি ১০ কোটি ডলারের

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হলে এ বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, ‘আল্লাহর রহমত বোধহয়। আর আমার রাশি। রাশির মধ্যে একটা প্রভাব আছে। কন্যা আর সিংহ রাশির মিশ্রন আমার। এ কারণে হয়তবা মেয়েদের আকর্ষণ বেশি।’

তিনি আরও বলেন, ‘আপনারা অবাক হয়ে যাবেন; এটা বলতেই হয় আজকে। ফেসবুকে কোনো মেয়ে আমার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে না। ইনবক্সে কোনো মেয়ে বাজে কথা বলে না। ছেলেরা বলে।

এদিকে ‘ছায়াবাজ’ নামের একটি ছবিতে অভিনয় করছেন জায়েদ খান। এতে তার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জী। যদিও ছবিটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। তবে এই ছবিতে অভিনয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের গুঞ্জনও রটেছে।

এসি/ আই. কে. জে/ 



জায়েদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250