রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার *** যাত্রীর লাগেজটি নড়ছিল, খুলতেই ভেতরে ২ বছরের শিশু *** তারেক রহমান আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, পথ দেখাবেন: মির্জা ফখরুল *** ১৮ তলা থেকে পড়ে বেঁচে গেল তিন বছরের শিশু *** ট্রাম্পের হুমকিতেও রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে ভারত *** নৌবাহিনী ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

আমার বিরুদ্ধে আনা অভিযোগ হাস্যকর ও ভিত্তিহীন: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে আনা সব অভিযোগ 'হাস্যকর ও ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছেন। আদালতে অভিযুক্ত হওয়ার পর প্রথম জনসমক্ষে বক্তব্য দিলেন ট্রাম্প।

শনিবার (১০ জুন) জর্জিয়ায় তার সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে আবারও নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। সাবেক এই প্রেসিডেন্টের অভিযোগ, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

ট্রাম্প বলেন, ২০২৪ সালের নির্বাচন থেকে দূরে রাখতে তার বিরুদ্ধে প্রশাসন ও বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে।

জর্জিয়া এবং উত্তর ক্যারোলিনায় রিপাবলিকান দলীয় সমর্থকদের উদ্দেশে ২০২৪ সালের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসনের সামনে কখনোই নতিস্বীকার করতে প্রস্তুত নন তিনি। ২০২০ সালে মতো ২০২৪-এর নির্বাচনেও বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

আরো পড়ুন:' অখণ্ড ভারতে'র পাল্টায় 'অখণ্ড নেপালে'র মানচিত্র টানালেন কাঠমান্ডুর মেয়র

গত তিন মাসের ভেতর দুই দফা আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হন ডোনাল্ড ট্রাম্প। এতে সরকারি নথি নিজের কাছে রাখা, ন্যায়বিচারে বাধা দেয়াসহ বেশ কয়েকটি অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে ট্রাম্পকে আদালতে হাজির হতে নির্দেশ দেন বিচারক।

যদিও ট্রাম্প এবং তার সহযোগীদের মতে, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন রাজনৈতিক উদ্দেশ্যে এসব করছেন। কিন্তু বিচার বিভাগের পক্ষ থেকে এই তদন্ত হওয়ায় এমন অভিযোগ টিকবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন