বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারীরা কখনো জামায়াতের আমির হতে পারবেন না: শফিকুর রহমান *** জামায়াতের নারী ও পুরুষ কর্মীরা ২০টি করে জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছেন: নয়ন *** ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান *** ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু আজ *** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার

আবারও সানি লিওনের ভিডিও ভাইরাল!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

সম্প্রতি উত্তরপ্রদেশের বারাণসীতে পুজা দিয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। বারাণসীতে গঙ্গা আরতির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গঙ্গা আরতির ভিডিওটিতে দেখা যাচ্ছে, সানি লিওনের পরনে গোলাপি রঙের আনারকলি পোশাক। তার কপালে সিঁদুরের টিপ এবং গলায় গাঁদার মালা। 

এ দিন অভিনেতা অভিষেক সিংয়ের সঙ্গে হাতজোড় করে পুরোহিতের কথামত পুজোর রীতিনীতি পালন করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আরতি শেষে দুজনরে একসঙ্গে ফটো সেশন করতেও দেখা যায়। এসময় সানিকে দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিল ওই এলাকায়।

এদিকে এই ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, নিজেদের ‘থার্ড পার্টি’ গানের প্রোমোশন করতে বারাণসী উড়ে গিয়েছেন তারা।

কান চলচ্চিত্র উৎসবে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’ সিনেমায় মুখ্য নারী চরিত্রে অভিনয় করে সানি লিওন প্রশংসিত হয়েছেন। এই সিনেমার প্রিমিয়ারে সানির অভিনয় দেখে আপ্লুত চলচ্চিত্র উৎসবের দর্শকরা। সানি যে এমন অভিনয় করতে পারেন, তা ভাবতেই পারেননি কেউ।

আরো পড়ুন: বলিউডে দীর্ঘদিন টিকে থাকার রহস্য ফাঁস করলেন কারিনা

পরিচালক মহেশ ভাটের ‘জিসম ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। একের পর এক সিনেমা করলেও, সানির শরীর থেকে পর্ন তকমা কিন্তু যায়নি। বরং তার সিনেমা মুক্তি পেলেও, তাকে অভিনেত্রী কম, শুনতে হতো পর্নস্টার। সানি চেষ্টা করেছিলেন এই পরিচিতি ভাঙতে।

সংবাদমাধ্যমকে সানি জানিয়েছিলেন, ‘আমাকে সবাই পর্নস্টার হিসেবেই চেনে। অনেক চেষ্টা করেছি নিজের শরীর থেকে এই তকমা সরিয়ে নিতে। কিন্তু পারিনি। তবে কেনেডি দেখার পর আমাকে কেউ আর শুধু পর্নস্টার বলবে না। কেউ এটাও বলতে পারবে না, যে আমার অতীতের জন্যই এই সিনেমায় সুযোগ পেয়েছি। আমি শুধুই পর্নস্টার… নই’ ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসি/ আই.কে.জে/


সানি লিওন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250