শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট

জাতির উদ্দেশে ভাষণ

আবার ক্ষমতায় আসছেন, বললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ

স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা গোটা ভারত। মঙ্গলবার ৭৭ বছরে পা দিল ভারতের স্বাধীনতা। প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে স্বাধীনতা দিবস উদযাপনে চলছে নানা অনুষ্ঠান। লোকসভা ভোটের আগে স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচনে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার বিষয়ে স্পষ্ট আশাবাদ প্রকাশ করেছেন তিনি। প্রত্যয়ের সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ঘোষণা দেন, আগামী বছর আবার এই লালকেল্লায় তিনি বক্তৃতা দিতে আসবেন। দেশের মানুষের আশা-আকাঙ্খা, সাফল্য, উন্নয়নের কথা তুলে ধরবেন। 

নরেন্দ্র মোদি বলেন, "আপনাদের কথা দিচ্ছি, পাঁচ বছরের মধ্যে বিশ্বের তিন বৃহৎ অর্থনীতির মধ্যে অন্যতম হবে ভারত। ২০১৪ সালে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলাম। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্মের মাধ্যমে সেই প্রতিশ্রুতিকে বদলে দিয়েছি। আগামী বছরের ১৫ আগস্টের দিন দেশের সাফল্য, আপনাদের সামর্থ্য ও উন্নতির কথা বলতে আবার এই লালকেল্লায় আসব।" 

লালকেল্লা থেকে কার্যত ২০২৪ সালের নির্বাচনের সুর বেঁধে দিয়ে স্পষ্ট বোঝাতে চাইলেন, আসন্ন লোকসভা ভোটে আবার সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে তার দল। আবার সরকার গড়তে চলেছে এনডিএ।

প্রসঙ্গত, ভারতের স্বাধীনতা দিবসের দিন লালকেল্লার বক্তৃতা দেন দেশের প্রধানমন্ত্রী। দেশের মানুষকে সরকারের সাফল্য ও ভবিষ্যৎ কর্মসূচি জানান দেওয়া বহুদিনের রীতি। অতীতে অটলবিহারী বাজপেয়ী, মনমোহন সিং প্রত্যেকেই তা করেছেন। কিন্তু এদিন মোদীর বক্তৃতায় দলের রাজনৈতিক উদ্দেশ্য বারবারই সামনে এসেছে। 

কংগ্রেসসহ বিরোধীদের ইঙ্গিত করে নরেন্দ্র মোদি বলেন, "পরিবারতন্ত্র ও তোষণের রাজনীতির জন্য আমাদের দেশ একেবারে ধ্বংস হয়ে গেছে। এ কারণেই ভারতের উন্নতি বাধাগ্রস্থ হয়েছে। একটি রাজনৈতিক দলের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হয়েছে একটি পরিবারের হাতে। সেখান থেকেই শুরু হয়েছে পরিবারতন্ত্র। তাদের একটাই মন্ত্র- পরিবারের উন্নতির জন্যই রাজনীতি।" 

তিনি বলেন, "ভাইপো-ভাইয়ের রাজনীতি করে পরিবারতন্ত্রকে গোটা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে।"  

লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মণিপুরে সহিংসতার বিষয়ে বলেন, "গত কয়েক সপ্তাহ ধরে মণিপুর উত্তপ্ত। মা-বোনদের সম্মানহানি হয়েছে। তবে দেশ মণিপুরের সঙ্গে আছে। ধীরে ধীরে সেখানে শান্তি ফিরছে। আমাদের বৈচিত্রই আমাদের শক্তি।"  

‘রাইজিং ইন্ডিয়া’র বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুনিয়ায় নতুন মোড় এসেছিল। করোনা পরবর্তী পরিস্থিতিতে একইভাবে কৌশলগত দিক থেকে শক্তির নতুন ভারসাম্য তৈরি হয়েছে বিশ্বে।"

এসকে/  

নির্বাচন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন