শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’

অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীরা হ্যাকিংয়ের ঝুঁকিতে!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

লাখ লাখ অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীরা হ্যাকিংয়ের ঝুঁকিতে আছে। অ্যানড্রয়েড ভার্সন ১০, ১১, ১২ এবং ১২এল অপারেটিং সিস্টেম চালিত ফোন ব্যবহারকারীরা এই ঝুঁকিতে আছেন। ঝুঁকি এড়াতে দ্রুতই ফোনটির সফটওয়্যার আপডেট করুন। 

আপনার অ্যানড্রয়েড ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখতে লেটেস্ট সিকিওরিটি প্যাচে আপডেট করা উচিত। ইতিমধ্যেই গুগল এই দুর্বলতাগুলো সমাধান করতে সিকিওরিটি প্যাচ রিলিজ করেছে। 

এ বিষয়ে বিস্তারিত জানতে ‘Android Security Bulletin-August 2023’-এ গিয়ে চেক করতে পারেন। তার জন্য এখানে ক্লিক করুন। অ্যানড্রয়ে ফোনের জন্য আপডেট কীভাবে চেক করবেন

১. প্রথমে ফোনের সেটিংস অপশনে চলে যান।

২. সিস্টেমে ট্যাপ করুন।

৩. এরপরে সিস্টেম আপডেটে ট্যাপ করুন।

৪. এখানে আপনার জন্য যদি সত্যিই কোনও আপডেট থাকে, তাহলে ডাউনলোড অপশনে ক্লিক করে ইনস্টল করে নিন।

৫. সেখানে আপনাকে ঠিক যেমন নির্দেশ দেওয়া হবে, সেই অনুযায়ী ফলো করে আপডেটের প্রক্রিয়াটি শেষ করুন।

ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি-ইন জানিয়েছে, এই দুর্বলতাগুলো আক্রমণকারীর দ্বারা সংবেদনশীল তথ্য পেতে, উন্নত সুযোগ-সুবিধা অর্জন করতে এবং লক্ষ্যযুক্ত সিস্টেমে পরিষেবা অস্বীকার করতে পারে। 

সংস্থাটি জানিয়েছে, এই দুর্বলতাগুলি ফ্রেমওয়ার্ক, অ্যান্ড্রয়েড রানটাইম, সিস্টেম কম্পোনেন্ট, গুগল প্লে সিস্টেম আপডেট, কার্নেল, আর্ম উপাদান, মিডিয়া উপাদান এবং কোয়ালকম ক্লোজ-সোর্স উপাদানগুলোর ত্রুটিগুলোর কারণে ঘটে।

আর.এইচ

অ্যানড্রয়েড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250