বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীরা হ্যাকিংয়ের ঝুঁকিতে!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

লাখ লাখ অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীরা হ্যাকিংয়ের ঝুঁকিতে আছে। অ্যানড্রয়েড ভার্সন ১০, ১১, ১২ এবং ১২এল অপারেটিং সিস্টেম চালিত ফোন ব্যবহারকারীরা এই ঝুঁকিতে আছেন। ঝুঁকি এড়াতে দ্রুতই ফোনটির সফটওয়্যার আপডেট করুন। 

আপনার অ্যানড্রয়েড ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখতে লেটেস্ট সিকিওরিটি প্যাচে আপডেট করা উচিত। ইতিমধ্যেই গুগল এই দুর্বলতাগুলো সমাধান করতে সিকিওরিটি প্যাচ রিলিজ করেছে। 

এ বিষয়ে বিস্তারিত জানতে ‘Android Security Bulletin-August 2023’-এ গিয়ে চেক করতে পারেন। তার জন্য এখানে ক্লিক করুন। অ্যানড্রয়ে ফোনের জন্য আপডেট কীভাবে চেক করবেন

১. প্রথমে ফোনের সেটিংস অপশনে চলে যান।

২. সিস্টেমে ট্যাপ করুন।

৩. এরপরে সিস্টেম আপডেটে ট্যাপ করুন।

৪. এখানে আপনার জন্য যদি সত্যিই কোনও আপডেট থাকে, তাহলে ডাউনলোড অপশনে ক্লিক করে ইনস্টল করে নিন।

৫. সেখানে আপনাকে ঠিক যেমন নির্দেশ দেওয়া হবে, সেই অনুযায়ী ফলো করে আপডেটের প্রক্রিয়াটি শেষ করুন।

ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি-ইন জানিয়েছে, এই দুর্বলতাগুলো আক্রমণকারীর দ্বারা সংবেদনশীল তথ্য পেতে, উন্নত সুযোগ-সুবিধা অর্জন করতে এবং লক্ষ্যযুক্ত সিস্টেমে পরিষেবা অস্বীকার করতে পারে। 

সংস্থাটি জানিয়েছে, এই দুর্বলতাগুলি ফ্রেমওয়ার্ক, অ্যান্ড্রয়েড রানটাইম, সিস্টেম কম্পোনেন্ট, গুগল প্লে সিস্টেম আপডেট, কার্নেল, আর্ম উপাদান, মিডিয়া উপাদান এবং কোয়ালকম ক্লোজ-সোর্স উপাদানগুলোর ত্রুটিগুলোর কারণে ঘটে।

আর.এইচ

অ্যানড্রয়েড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন