মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

অধ্যক্ষের প্যাডে ছাত্রের প্রেমপত্র!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অধ্যক্ষের প্যাড, স্ট্যাম্প, সই পর্যন্ত ব্যবহার করেছে এক ছাত্র। কিন্তু কী জন্য জানেন? কলেজ ছাত্রীকে প্রেম নিবেদনে। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরা কলেজে। 

সেই চিঠি প্রকাশ্যে আসায় হইচই পড়ে গেছে কলেজ ক্যাম্পাসে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চিঠি। ঘটনা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ অধ্যক্ষ পুলিশের দ্বারস্থ হচ্ছেন।

আরো পড়ুন: কেউ গোপনে আপনার প্রেমে পড়লে যেভাবে বুঝবেন

চিঠির বয়ান অনুযায়ী, পঞ্চম সেমিস্টারের এক ছাত্রীর প্রেমে পড়েছে ওই কলেজের সাবেক ছাত্র। ছাত্রী তাকে পাত্তা না দেওয়ায় ওই ছাত্রের পড়াশোনায় মন বসছে না। চিঠিতে ছাত্রীর কাছে আর্জি জানানো হয়েছে, কিছু একটা করার জন্য। যাতে ছাত্রটি ঠিক মতো পড়াশোনা করতে পারেন। 

কলেজের প্যাডের ওপরে লেখা, ‘বিশেষ বিজ্ঞপ্তি/ আবেদন।’ তারপর লেখা, ‘গুসকরা মহাবিদ্যালয়ে পাঠরত পঞ্চম সিমেস্টারের ছাত্রীকে জানানো যাচ্ছে যে, কিছুদিন ধরে আমাদের মহাবিদ্যালয়ের সাবেক এক ছাত্র আপনার প্রেমে পড়েছে। কিন্তু আপনি কোনো সদুত্তর না দেওয়ার ফলে তিনি পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না।’

ছাত্রীর উদ্দেশ্যে চিঠিতে লেখা হয়েছে, ‘আপনার কাছে একান্ত অনুরোধ, আপনি কিছু একটা করুন, যাতে আমাদের ছাত্রের ভবিষ্যতে কোনো সমস্যা না হয় এবং ঠিক করে পড়াশোনা করতে পারে।’ 

অন্যদিকে এখন প্রশ্ন, ওই ছাত্র কীভাবে অধ্যক্ষের প্যাড বা স্ট্যাম্প ব্যবহার করতে পারল? সে বিষয়ে জবাব দিতে হবে কলেজকে। কেউ বলছেন খুবই ন্যক্কারজনক ঘটনা। যদিও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ চট্টোপাধ্যায় বলেন, ‘বিষয়টি শুনেছি। পুলিশের কাছে জানিয়েছি। পুলিশ তদন্ত করুক।’

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অধ্যক্ষের পক্ষ থেকে দেওয়া পুরোনো কোনো নোটিশকে সুকৌশলে স্ক্যান করে তারপর তা ব্যবহার করা হয়েছে। তবে ঘটনার নেপথ্যে কে বা কারা আছে সেটা এখনো জানা যায়নি।

এই ঘটনায় মজা পেয়েছেন অনেকে। কারণ প্রেম নিবেদনের এটি একটি অভিনব পন্থা। ছাত্রী অবশ্য এ নিয়ে কোনো কথা বলতেই চাইছেন না।

সূত্র : হিন্দুস্থান টাইমস

এইচআ/ আই.কে.জে


প্রেমপত্র অধ্যক্ষ পূর্ব বর্ধমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন