বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

মাশরুম গলৌটি কবাব তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩০ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

কাবাব এর নাম শুনলেই আমাদের মাথায় আসে মুরগি, গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়ে তৈরি ঝাল খাবারের নাম। কেউ কেউ অবশ্য পনির বা সবজি দিয়েও কাবাব বানান। এর স্বাদ বাড়াতে বিভিন্ন ডাল ব্যবহার করা হয়। স্বাদে ভিন্নতা আনতে বানিয়ে ফেলতে পারেন মাশরুমের গৌলটি কাবাব। 

নাম কিছুটা উদ্ভট শোনালেও এই কাবাব বানানো বেশ সোজা। চলুন জেনে নেওয়া যাক রেসিপি- 

উপকরণ

মাশরুম- ৫০০ গ্রাম

তেল- ৫/৬ টেবিল চামচ

পেঁয়াজ কুচি- আধা কাপ

লবণ- স্বাদমতো

কাঁচা মরিচ কুচি- ৫/৬টি

গরম মশলা গুঁড়ো- আধা চা চামচ

হলুদ গুঁড়ো- আধা চা চামচ

আরো পড়ুন : বিকেলের নাশতায় রাখুন মজাদার আলুর চাট

জিরা গুঁড়ো- ১ টেবিল চামচ

আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ

ছানা- ১৫০ গ্রাম

ছাতু- ৪/৫ টেবিল চামচ

প্রণালি

একটি পাত্র গরম করে তাতে তেল, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে ভালো করে ভেজে নিন। এবার তাতে কাঁচা মরিচ কুচি, আদা-রসুন বাটা দিয়ে নাড়াাচাড়া করুন। একে একে হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে মাশরুম আর ছানা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। 

মিশ্রণটি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিন। চাইলে পাটায় বেটে নিতে পারেন। একটি প্লেটে মিশ্রণটি বের করে ঠান্ডা করে নিন। এবার মিশ্রণের সঙ্গে অল্প অল্প করে ছাতু মেশাতে থাকুন। হাতে ঘি বা সাদা তেল মেখে কাবাব বানিয়ে নিন। 

পাত্রে সামান্য তেল গরম করুন। এতে বানিয়ে রাখা কবাবগুলোর দু’দিক ভালো করে ভেজে নিন। খেয়াল রাখবেন যেন দুদিকেই সমানভাবে ভাজা হয়। পুদিনার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার মাশরুম গলৌটি কবাব।

এস/ আই.কে.জে

রেসিপি মাশরুম গলৌটি কবাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250