সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

যুদ্ধবিরতির প্রস্তাবে ‘ইতিবাচক মনোভাব’ হামাসের, আলোচনায় বসতে প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫২ পূর্বাহ্ন, ৫ই জুলাই ২০২৫

#

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে দুই ফিলিস্তিনি শিশু। ছবি: আনাদোলু

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, আমেরিকার মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে তারা গতকাল শুক্রবার (৪ঠা জুলাই) ‘ইতিবাচক মনোভাব’ দেখিয়েছে। পাশাপাশি গোষ্ঠীটি এই চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার জন্যও সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে। প্রস্তাবে জিম্মি মুক্তি ও সংঘাত শেষ করার বিষয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। খবর রয়টার্সের।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে প্রায় ২১ মাস ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধের অবসানে ৬০ দিনের ‘চূড়ান্ত যুদ্ধবিরতি প্রস্তাব’ ঘোষণা করেন। তিনি বলেছিলেন, কয়েক ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে প্রতিক্রিয়া আসার প্রত্যাশা করছেন তিনি।

হামাস তাদের অফিশিয়াল ওয়েবসাইটে লিখেছে, ‘গাজায় আমাদের জনগণের ওপর আগ্রাসন বন্ধে মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে হামাস অভ্যন্তরীণ আলোচনা এবং অন্যান্য ফিলিস্তিনি দল ও শক্তির সঙ্গে আলোচনার কাজ শেষ করেছে।’

হামাস জানিয়েছে, ‘ভ্রাতৃপ্রতিম’ মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক মনোভাব নিয়ে তারা তাদের প্রতিক্রিয়া দিয়েছে। এ ছাড়া, ‘এই কাঠামো বাস্তবায়নের জন্য আলোচনার পর্বে অংশ নিতে হামাস সম্পূর্ণভাবে প্রস্তুত এবং সম্পূর্ণ আন্তরিক।’

তবে এখনো দুই পক্ষের মধ্যে চ্যালেঞ্জ থেকে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। হামাসের মিত্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর এক কর্মকর্তা জানিয়েছেন, মানবিক সহায়তা, মিসরের রাফা সীমান্ত পারাপার এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সূচি নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে।

জে.এস/

হামাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250