শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ *** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে *** মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায় *** ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার *** জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে

বলিউড বাদশাহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই বলিউড বাদশাহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তুমুল  বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেত্রী শামা সিকান্দার। 

ভারতীয় হিন্দি সিরিয়ালের দৃশ্যে অভিনয়ের জন্য সবসময় বেশ আলোচিত তিনি। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গুরুতর অভিযোগ করে শামা জানান, দেশের সব ফিল্মি অ্যাওয়ার্ড টাকার বিনিময়ে কেনা যায়। কীভাবে এই নামজাদা ফিল্মি অ্যাওয়ার্ড কিনে নেন বলিউডের তথাকথিত তারকারা, তা নিয়েও নাকি বলিউডের অন্দরে খুব হাসাহাসি চলে। শুধু তাই নয়, সেই তালিকায় নাকি আছে বলিউড কিং শাহরুখ খানের নামও!

শাহরুখ খানের নাম তুলে শামার বলেন, ‘এই বিষয়ে শাহরুখ তো বলেছিলেন যে তিনি টাকা দিয়ে একাধিক ফিল্মি অ্যাওয়ার্ড কিনেছেন! শুধু সৎ থাকলেই হয় না এটা বলার জন্য দম চাই।’

শামা আরও বলেন, ‘আগে কোনো অভিনেতা-অভিনেত্রী যদি কোনো ফিল্মি অ্যাওয়ার্ড পেতেন তাহলে তা নিয়ে রীতিমতো চর্চা হতো। প্রশংসিত হতো তার কাজ। আর এখন? সবই নাকি টাকার খেলা। এই ফিল্মি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানগুলি স্রেফ মুনাফা উসুলের জায়গা।’

আরও পড়ুন: আল্লাহ তোমার বিচার তুমি করো: পরীমণি

প্রসঙ্গত, শাহরুখ খান একবার জানিয়েছিলেন ‘বাজিগর’ ছবিতে অভিনয়ের সৌজন্যে যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটি তিনি পেয়েছিলেন, তা টাকা দিয়ে কিনেছিলেন! যদিও শাহরুখ একথা বলেছিলেন মজা করে। 

বাস্তবে কোনো অ্যাওয়ার্ড তিনি টাকা দিয়ে কিনেছিলেন কী না, এমন অভিযোগ অনেকবার উঠে আসলেও এখন পর্যন্ত কোনোটিই প্রমাণ হয়নি। 

উল্লেখ্য, শাহরুখ এখনও পর্যন্ত প্রায় ৩০০ ফিল্মি অ্যাওয়ার্ড-এ সম্মানিত হয়েছেন। এই তারকা-অভিনেতা এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন তার ৯ তলা অফিসের প্রতিটি তলায় তার পাওয়া কিছু না কিছু পুরস্কার সাজানো রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসি/ আই.কে.জে/


অভিনেত্রী বলিউড বাদশাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন